ঝাড়খণ্ডের উন্নয়নে ইরিল

সিএসআর প্রকল্পের মাধ্যমে এবার ঝাড়খণ্ড উন্নয়নের কাজে হাত দিল ইরিল এবং রাস্তা ফাউন্ডেশন সংস্থা। বুধবার ৬৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঝাড়খণ্ডের ধানবাদে এক অনুষ্ঠানে দুই সংস্থার পক্ষ থেকে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করা হয়।

Updated By: Aug 17, 2012, 11:01 AM IST

সিএসআর প্রকল্পের মাধ্যমে এবার ঝাড়খণ্ড উন্নয়নের কাজে হাত দিল ইরিল এবং রাস্তা ফাউন্ডেশন সংস্থা। বুধবার ৬৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঝাড়খণ্ডের ধানবাদে এক অনুষ্ঠানে দুই সংস্থার পক্ষ থেকে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করা হয়।
দীর্ঘ দিন ধরেই এরাজ্যে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে ইরিল। এবার তারা রাস্তা ফাউন্ডেশনের সঙ্গে যৌথ ভাবে, গ্রামোন্নয়নের কাজে হাত দিল। যার সূচনা হল ঝাড়খণ্ডে। ছেষট্টিতম স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার ধানবাদের একটি গ্রামে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় দুস্থ ছেলেমেদের বিভিন্ন ভাবে সাহায্য করা হয়। সেইসঙ্গে ২৪ জন দৃষ্টিহীন লাঠি, ১০ জন শারীরিক ভাবে প্রতিবন্ধীকে সাইকেল দেওয়া হয়। এছাড়া ১০ জন সদ্যোজাতের ভরণ-পোষণেরও দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করা হয় বুধবারের অনুষ্ঠানে। এখানেই শেষ নয়। আগামী দিনে এখানে একটি হাসপাতাল তৈরির কথাও ঘোষণা করেন রাস্তা ফাউন্ডেশনের কর্ণধার বিপ্লব কুমার দে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী মথুরা প্রসাদ মাহাত। তিনি ইরিল ও রাস্তা ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ধানবাদের প্রত্যন্ত এলাকাগুলিতে যেভাবে উন্নয়নমূলক কাজ শুরু করেছে এই দুই সংস্থা, তাতে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, আগামী দিনে এই দুই সংস্থা হাত ধরে এলাকার আরও উন্নয়ন হবে।

.