গত পাঁচ বছরে সবচেয়ে কম, এবার আরও কম সুদ পিএফ-এ

২০১৬-১৭ আর্থিক বছরে পিএফ অ্যাকাউন্টে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। পাশাপাশি ২০১৫-১৬ আর্থিক বছরে পিএফ-এ সুদের হার ছিল ৮.৮ শতাংশ

Updated By: May 26, 2018, 07:44 PM IST
গত পাঁচ বছরে সবচেয়ে কম, এবার আরও কম সুদ পিএফ-এ

নিজস্ব প্রতিবেদন: দেশের ৫ কোটি মানুষের জন্য খারাপ খবর। কমল পিএফ অ্যাকাউন্টে সুদের হার। এবার পেনশনভোগীরা সুদ পাবেন ৮.৫৫ শতাংশ হারে। এই হার গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম।

আরও পড়ুন-প্রেমের ৬ বছর পর আর পছন্দ নয় প্রেমিকাকে, ফেসবুকে 'নগ্ন' ছবি ছড়াল প্রেমিক

উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরামর্শে গত আর্থিক বছরের জন্য সুদের হার ৮.৫৫ শতাংশ ধা‌র্য করেছিল ইপিএফও। কিন্তু কর্ণাটক বিধানসভা নির্বাচনে আদর্শ আচরণবিধি লাগু হয়ে ‌যাওয়ার জন্য তা লাগু করা ‌যায়নি। এনিয়ে শ্রম মন্ত্রক কেন্দ্রীয় নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়। নির্বাচন ফুরতেই দেশের ১২০টি পিএফ দফতরে ইপিএফের ওই নির্দেশিকা পাঠানো হয়েছে।

আরও পড়ুন-দেশের জন্য নয়, দুর্নীতি হাত থেকে বাঁচতে একজোট, বিরোধীদের নিশানা মোদীর

প্রসঙ্গত, ২০১৬-১৭ আর্থিক বছরে পিএফ অ্যাকাউন্টে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। ফলে এবার তা .১০ শতাংশ কমল। পাশাপাশি ২০১৫-১৬ আর্থিক বছরে পিএফ-এ সুদের হার ছিল ৮.৮ শতাংশ। অর্থাৎ ২০১২-১৩ আর্থিক বছরের পর সুদের হার এতটা কমেনি।

.