ফের সেনা জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা, ৩ জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা

ওই এলাকায় দু-তিন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Updated By: Mar 1, 2019, 07:12 AM IST
ফের সেনা জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা, ৩ জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন:  ফের উত্তপ্ত উপত্যকা। জঙ্গি-নিরাপত্তারক্ষী সংঘর্ষে জম্মু কাশ্মীরের কূপওয়াড়ার  হান্দওয়ারায় চলছে গুলির লড়াই। 

এদিন চিরুনি তল্লাশির সময়ে নিরাপত্তা রক্ষীদের দেখতে পেয়েই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। ওই এলাকায় দু-তিন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।  তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

 

প্রসঙ্গত গত বুধবার ভোর থেকে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয় জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায়।  নিরাপত্তা বাহিনী কর্ডন লঞ্চ সোপিয়ান এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।  সোপিয়ানের  মিমেন্দার এলাকায় নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা।  সেই ঘটনায় ৩ জঙ্গির বন্দি হওয়ার খবর পাওয়া যায়।  ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার জবাব দিতে মঙ্গলবার সীমান্তরেখা থেকে ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।

এদিকে, আজই  পাকিস্তানের কবজা থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।  শুক্রবার ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে তাঁকে। 

.