ছত্তীসগড়ের রাজনন্দগাঁওয়ে গুলির লড়াইয়ে নিহত ৩ মহিলা–সহ ৭ মাওবাদী

এদিন সকাল ৬টা নাগাদ এলাকায় জড়ো হয়েছিল ৩০-৪০ জন মাওবাদীদের একটি দল। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে

Updated By: Aug 3, 2019, 01:31 PM IST
ছত্তীসগড়ের রাজনন্দগাঁওয়ে গুলির লড়াইয়ে নিহত ৩ মহিলা–সহ ৭ মাওবাদী

নিজস্ব প্রতিবেদন: মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে কেঁপে উঠল ছত্তীসগড়ের রাজনন্দগাঁও। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হল ৭ মাওবাদী। এদের মধ্যে রয়েছে ৩ মহিলাও।

আরও পড়ুন-পাসপোর্ট নেই; তুতিকোরিনে এসে আটক মালদ্বীপের প্রাক্তন উপরাষ্ট্রপতি, ফেরত পাঠাল ভারত

শনিবার সকালে ছত্তীসগড়ের সীতাগড় জঙ্গলে গুলির লড়াই শুরু হয়ে যায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও মাওবাদীদের সঙ্গে। এলাকায় যে মাওবাদীরা জড়ো হয়েছে সেই খবর আগে থেকেই ছিল বাগনাড়ি থানায়। সেই মতো অপারেশন চালায় ডিআরজি।

নিহত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি একে ৪৭ রাইফেল, একটি ৩০৩ রাইফেল, কারবাইন ও প্রচুর গুলি। এখনও নাগাড়ে বৃষ্টি হচ্ছে এলাকায়। তবুও থামেনি গুলির লড়াই।

আরও পড়ুন-খাস কলকাতায় স্পা-এর আড়ালে রমরম করে চলছিল মধুচক্র, ধৃত ৫

পুলিস সূত্রে খবর, এদিন সকাল ৬টা নাগাদ এলাকায় জড়ো হয়েছিল ৩০-৪০ জন মাওবাদীদের একটি দল। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জুলাই সুকমায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ২ মাওবাদী। এর মধ্যে এক মহিলাও ছিল। কোন্টা থানায় কানহাডিগুডা গ্রামে ওই সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে ২টি অস্ত্রও উদ্ধার করে ডিআরজি।

.