Earthquake in Himachal Pradesh: ফের ভূমিকম্প! এবার কেঁপে উঠল হিমাচল প্রদেশ
রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
![Earthquake in Himachal Pradesh: ফের ভূমিকম্প! এবার কেঁপে উঠল হিমাচল প্রদেশ Earthquake in Himachal Pradesh: ফের ভূমিকম্প! এবার কেঁপে উঠল হিমাচল প্রদেশ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/11/16/396621-easrh.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: একের এক ভূমিকম্প! এবার কেঁপে উঠল হিমাচল প্রদেশ। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এর আগে, প্রথমে দিল্লি, তারপর ভূমিকম্প হয়েছিল পঞ্জাবেও।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে খবর,ঘড়িতে তখন সাড়ে ন'টা। এদিন রাতে ভূকম্পন অনভূত হয় হিমাচল প্রদেশের মান্ডি শহর থেকে ২৭ কিমি উত্তর ও উত্তর-পশ্চিমে। উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫ কিমি গভীরে। ব্যবধান মাত্র একদিনেরও। সোমবার ভোররাতে ভূমিকম্প হয়েছিল পঞ্জাবের অমৃতসর ও লাগোয়া এলাকায়। তীব্রতা? রিখটার স্কেলে ৪.১। তার আগে, গত সপ্তাহে আবার দিল্লিতে তিনবার ভূমিকম্প হয়, তাও আবার তিনদিনে!
আরও পড়ুন: স্বামীকে দিয়ে শরীরী চাহিদা মেটে না! পুরুষাঙ্গ-ই কেটে দিলেন অতৃপ্ত স্ত্রী
কিছু দিন আগে ভারতের দিল্লি, ইউপি, বিহার, উত্তরাখণ্ড, দিল্লি, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের অনেক শহরে ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল। ডোটিতে একটি বাড়ি ধসে ছয় জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: Man shots teacher: সম্পর্কের টানাপোড়েন! শিক্ষিকাকে ঘিরে ধরে ৬ গুলি যুবকের
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)