'আগে বাংলা সামলান, তারপর দেশ সামলাবেন', Mamata-কে কটাক্ষ Dilip-র
২১ জুলাইয়ের পাল্টা 'শ্রদ্ধাঞ্জলী দিবস' পালন বিজেপির।
!['আগে বাংলা সামলান, তারপর দেশ সামলাবেন', Mamata-কে কটাক্ষ Dilip-র 'আগে বাংলা সামলান, তারপর দেশ সামলাবেন', Mamata-কে কটাক্ষ Dilip-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/21/334284-untitled-2021-07-21t160054.451.jpg)
নিজস্ব প্রতিবেদন: 'আগে বাংলা সামলান, তারপর দেশ সামলাবেন'। শহিদ দিবসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বললেন, 'প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা ভালো। কিন্তু আগে তো ভালো মুখ্যমন্ত্রী হোন'।
তৃতীয়বার বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ২১ জুলাই 'বিজয় দিবস' হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু বাদ সাধল সেই করোনা। জনসভা হল না বটে, তবে মমতার ভার্চুয়ালি ভাষণ শোনা গেল ত্রিপুরা, অসম, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাটের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতেও। রাজনৈতিক মহলের মতে, বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বিজেপি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে তৃণমূল।
আরও পড়ুন: 'ফোনের ক্যামেরায় প্লাস্টার লাগিয়ে দিয়েছি', পেগাসাস-কাণ্ডে কেন্দ্রকে তোপ Mamata-র
চুপ করে বসে নেই গেরুয়াশিবিরও। তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা 'শ্রদ্ধাঞ্জলী দিবস' পালন করল তারা। দিল্লির রাজঘাটে দিলীপ ঘোষের নেতৃত্বে চলল অবস্থান। প্রতিবাদ কর্মসূচি পালিত হল কলকাতার হেস্টিংসেও। বিজেপির রাজ্য সভাপতির সাফ কথা, 'ওরা যদি কংগ্রেসের কাছ থেকে শহিদদের ছিনিয়ে আনতে পারে। আমরা যদি তাদের শহিদ দিবসের পাল্টা শহিদ দিবস পালন করি, তাহলে অসুবিধা কোথায়'? তৃণমূলকে কটাক্ষ, '১৩ জন মারা গিয়েছে বলে বছরের পর বছর শহিদ দিবস পালন করছে। ওদের গুন্ডারা আমাদের ১৭৫ জন কর্মীকে হত্যা করেছে। সাংসদ, বিধায়কদের উপর হামলা হয়েছে'।
আরও পড়ুন: বাঁকুড়া শিশু পাচারকাণ্ডে পুলিসের জালে গ্রেফতার মূল মধ্যস্থতাকারী
স্রেফ বাংলায় নয়, এবার তৃণমূলের শহিদ দিবস কার্যত গোটা দেশে পালিত হল। জাতীয় স্তরেও নিজেকে বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছেন তৃণমূলনেত্রী।। কী প্রতিক্রিয়া? দিলীপ ঘোষের সোজাসাপ্টা জবাব, 'তৃণমূলনেত্রী আগে বাংলা সামলান, তারপর দেশ সামলাবেন। ২০১৯ সালে সারা দেশে গিয়ে সভা করলেন। বাংলার মানুষ বুঝিয়ে দিলেন, আপনার প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই। মুখ্যমন্ত্রী পর্যন্তই ঠিক আছে'। সঙ্গে যোগ করলেন, একুশের ভোটে মানুষ হারিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা ভালো, কিন্তু আগে তো ভালো মুখ্য়মন্ত্রী হোন'।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)