'নোট বন্দির ক্ষতি', লাভ কমল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার! ঘাটতি কেন্দ্রীয় কোষাগারে
!['নোট বন্দির ক্ষতি', লাভ কমল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার! ঘাটতি কেন্দ্রীয় কোষাগারে 'নোট বন্দির ক্ষতি', লাভ কমল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার! ঘাটতি কেন্দ্রীয় কোষাগারে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/11/90450-rbi.jpg)
ওয়েব ডেস্ক: ২০১৭ জুন পর্যন্ত ভারতীয় মুদ্রায় মাত্র ৩০,৬৫৯ কোটি টাকা লভ্যাংশই কেন্দ্র সরকারে হাতে তুলে দিত পারল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গত বছরের তুলনায় যা অর্ধেকেরও কম। ফার্স্টপোস্টের রিপোর্ট অনুযায়ী, এই আর্থিক বছরে নির্ধারিত লাভের পরিমাণের কেবল অর্ধেক সমান লাভই সরকারের ঘরে তুলে দিতে পেরেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। উল্লেখ্য, বিগত বছরে সরকারি কোষাগারে ৬৫,৮৭৬ কোটি টাকা লভ্যাংশ তুলে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এই আর্থিক বছরে তা বেড়ে ৭৪,৯০১ কোটি হওয়ার কথাই ভেবেছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু, নোট বাতিলের সিদ্ধান্তের কারণে সরকারের কোষাগারে গত বছরের তুলনায় কেবলমাত্র অর্ধেক পরিমাণ লাভ তারা তুলে দিতে পেরেছে, এমনই দাবি ফার্স্টপোস্টের। অর্থনীতিবিদ রাধিকা রাওয়ের দাবি, নোট বাতিলের জন্যই এই 'বিপর্যয়'। তার আরও দাবি, নতুন নোট ছাপার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাঁধে আরও ব্যয়ের বোঝাও চেপেছে, সেটাও লভ্যাংশ কমার অন্যতম একটি কারণ।
উল্লেখ্য, গত বছর ৫০০ এবং ১০০০ টাকার পুরনো নোট বাতিলের আকস্মিক সিদ্ধান্ত নিয়ে গোটা দেশে হৈ চৈ ফেলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত কালো টাকা বাজেয়াপ্ত করে স্বচ্ছ এবং শক্তিশালী অর্থনৈতিক পরিকাঠামো গড়ার লক্ষ্যেই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এমনই দাবি করেছিল সরকার। তবে বছর ঘুরতে না ঘুরতেই কেন্দ্রের কোষাগারে 'কোপ' পড়ায় এই ইস্যুতে চিন্তার ভাঁজ সব সরকারি মহলেই। তবে সরকারের একাংশ মনে করছে, এত তাড়াতাড়ি নোট বন্দির সুফল পাওয়া সম্ভব নয়, অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।