Bakery owner Dies: বেকারির মালিকানা চায় স্ত্রী! তুমুল অশান্তি অডিও ক্লিপ ভাইরাল, আত্মঘাতী ক্যাফে মালিক...

পুনীতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পুনীতের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক একেবারে তলানিতে এসে পৌঁছেছিল। তাঁদের মধ্যে ডিভোর্সের মামলা চলছিল। ঘটনা হল, পুনীত ও তাঁর স্ত্রী মণিকা জগদীশ পাহওয়ার যৌথ মালিকানার অধীনেই রয়েছে দিল্লির সংশ্লিষ্ট ক্যাফেটি।

Updated By: Jan 1, 2025, 07:02 PM IST
Bakery owner Dies: বেকারির মালিকানা চায় স্ত্রী! তুমুল অশান্তি অডিও ক্লিপ ভাইরাল, আত্মঘাতী ক্যাফে মালিক...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অতুল সুভাষের ঘটনার ছায়া এবার দিল্লিতে। অভিযোগ স্ত্রী-র নির্যাতনের শিকার হয়ে আত্মঘাতী এক যুবক। দিল্লির মডেল টাউন এলাকায় এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা সাড়া ফেলে দিয়েছে। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সেই যুবক। মৃতের স্ত্রীর বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলছে পরিবার।শোনা যাচ্ছে, বেকারির মালিকানা কার কাছে থাকবে তা নিয়েই ছিল দ্বন্দ্ব।

আরও পড়ুন, Delhi: দিল্লিতে ফের সক্রিয় 'বাংলাদেশ সেল', ২৫ বছর পর রাজধানীতে কাদের খোঁজে পুলিস!

মঙ্গলবার দিন মডেল টাউনের কল্যাণ বিহার অঞ্চলে নিজের বাড়িতেই ঝুলন্ত দেহ পাওয়া যায় পুনীত খুরানার। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তিনি সম্ভবত আত্মহত্যা করেছেন। মনোমালিন্যের জেরে আলাদা আলাদা থাকা শুরু করেন পুনীত ও তাঁর স্ত্রী। তারপরই বেকারির মালিকানা নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা বাড়তে শুরু হয়। স্ত্রীর সঙ্গে পুনীতের বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। আত্মহত্যার আগে শেষবারের জন্য স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন পুনীত। পুলিস জানিয়েছে সেই তথ্য। পরিবারের দাবি, বেকারির ব্যবসা নিয়েই কথা হয়েছিল।

পুনীতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পুনীতের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক একেবারে তলানিতে এসে পৌঁছেছিল। তাঁদের মধ্যে ডিভোর্সের মামলা চলছিল। ঘটনা হল, পুনীত ও তাঁর স্ত্রী মণিকা জগদীশ পাহওয়ার যৌথ মালিকানার অধীনেই রয়েছে দিল্লির সংশ্লিষ্ট ক্যাফেটি। মৃতের বোন দাবি করেছেন, স্ত্রী মণিকা এবং তাঁর বাড়ির লোক মিলে দিনের পর দিন ধরে তাঁর ভাইকে গালিগালাজ করত, তাঁকে হুমকিও দেওয়া হত। ক্ষমতা থাকলে সে যেন সুইসাইড করে, এমনও বলা হত!  

পুনীতের ফোনের ১৬ মিনিটের একটি কল রেকর্ডিং পুলিসের হাতে এসেছে। সেখানে সে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলছিল। তাতে শোনা গেছে, 'আমাদের ডিভোর্স হচ্ছে ঠিকই কিন্তু আমি এখনও তোমার বিজনেজ পার্টনার। তাই আমার পাওনা টাকা তোমাকে দিতেই হবে।' এই অডিও পাওয়ার পরই পুনীতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিস।

আরও পড়ুন, UP Shocker: হাড়হিম ‍১ জানুয়ারি! মা-সহ ৪ বোনকে নৃশংস খুন ছেলের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.