দূরদর্শনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মোদী হয়ে গেলেন বাঁদরদের খাওয়ার দেওয়া স্যান্টা
আরও একবার খোরাক হল দূরদর্শনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। বিজেপির সংসদীয় বোর্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, সুষমা স্বরাজ, অমিত শাহদের এক সঙ্গে একটি ছবির ক্যাপশন দিল ''স্যান্টক্লজের পোশাকে চিড়িয়াখানায় বাঁদরদের খাওয়াচ্ছেন এক ব্যক্তি।'' (...A man dressed as Stanta Claus feeds monkeys at a zoo)। পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই টুইট। @DDNewsLive অবশ্য কিছু পরে ভুল স্বীকার করে সরিয়ে নেয় এই টুইট।
![দূরদর্শনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মোদী হয়ে গেলেন বাঁদরদের খাওয়ার দেওয়া স্যান্টা দূরদর্শনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মোদী হয়ে গেলেন বাঁদরদের খাওয়ার দেওয়া স্যান্টা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/25/32992-dd.jpg)
ওয়েব ডেস্ক: আরও একবার খোরাক হল দূরদর্শনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। বিজেপির সংসদীয় বোর্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, সুষমা স্বরাজ, অমিত শাহদের এক সঙ্গে একটি ছবির ক্যাপশন দিল ''স্যান্টক্লজের পোশাকে চিড়িয়াখানায় বাঁদরদের খাওয়াচ্ছেন এক ব্যক্তি।'' (...A man dressed as Stanta Claus feeds monkeys at a zoo)। পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই টুইট। @DDNewsLive অবশ্য কিছু পরে ভুল স্বীকার করে সরিয়ে নেয় এই টুইট।
বুধবার সকালে ডিডি নিউজের করা এই টুইট নিয়ে হইচই পড়ে যায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে হাসির ঝড় ওঠে। পরে অবশ্য পরিস্থিতি সামাল দিতে ডিডি নিউজের পক্ষ থেকে এই পোস্ট ডিলিট করে ফের টুইট করে বলা হয় ''"Dear followers there has been an error. Story has been put with correct picture again. Kindly don't misinterpret news."