Cyclone Karim: ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া? দুর্দান্ত করিম নিয়ে সর্বশেষ কী জানাচ্ছেন আবহাওয়াবিদেরা?
এখনও পর্যন্ত যা গতিবিধি, তার ভিত্তিতে সাইক্লোন করিমকে আবহাওয়াবিদেরা গোত্রভুক্ত করেছেন।
![Cyclone Karim: ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া? দুর্দান্ত করিম নিয়ে সর্বশেষ কী জানাচ্ছেন আবহাওয়াবিদেরা? Cyclone Karim: ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া? দুর্দান্ত করিম নিয়ে সর্বশেষ কী জানাচ্ছেন আবহাওয়াবিদেরা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/11/375255-karimcyclone.jpg)
নিজস্ব প্রতিবেদন: সাইক্লোন অশনি ইতিমধ্যেই উপকূল এলাকায় নিজের দাপট দেখানো শুরু করেছে। কোথাও কোথাও আবার সে দুর্বলও হয়ে পড়েছে। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য অ্যালার্টে রয়েছে।
এদিকে, ভারত মহাসাগরে তৈরি হয়েছে সাইক্লোন করিম। যা ভারতের স্থলভূমিতে আঘাত করবে এমনই আশঙ্কা আবহাওয়াবিদদের।
সাইক্লোন করিম সপ্তাহান্তে আরও বড় আকার ধারণ করবে। ভারত মহাসাগরে তৈরি হওয়া এই ঝড়কে হ্যারিকেন-২'র বর্গে ফেলা হয়েছে। এর হাওয়ার গতি হবে ১১২ কিলোমিটার প্রতি ঘণ্টা। ল্যান্ডফলে এর গতি হবে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা! সোজা কথায় এই সাইক্লোন থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।
এই সময়ে সমুদ্রে জলস্তর বৃদ্ধি হবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ১৩ মে থেকে পর্যটকদের গতিবিধিও নিয়ন্ত্রণ করার ভাবনাচিন্তা করা হয়েছে। তবে এ কথাও ঠিক, আবহাওয়া সংস্থাগুলি এখনও এই সাইক্লোন ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে, তার সঠিক ছবি আঁকতে পারেননি।
আরও পড়ুন: Cyclone Karim: এখনও অশনির জের চলছে, এরই মধ্যে ফুঁসছে করিম! কবে, কোথায় আঘাত হানবে এটি?