Kaziranga National Park: কাজিরাঙায় প্রাক্তন রাষ্ট্রপতির সফরে বিপুল খরচ, হাত পড়ল ব্র্যাঘ্র উন্নয়ন তহবিলে

দৌপদ্রী মূর্ম-র আগে দেশের রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। গত বছরের নভেম্বরে কাজিরাঙার গিয়েছিলেন তিনি। 

Updated By: Mar 29, 2023, 10:51 PM IST
Kaziranga National Park: কাজিরাঙায় প্রাক্তন রাষ্ট্রপতির সফরে বিপুল খরচ, হাত পড়ল ব্র্যাঘ্র উন্নয়ন তহবিলে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসমের কাজিরাঙা অভয়ারণ্য়ে ব্র্যাঘ্র প্রকল্পের জন্য যে অনুদান এসেছিল, সেই টাকাতেই অ্যাপায়ণ করা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতিকে! খরচ কত? ১ কোটির বেশি।  আরটিআইয়ের জবাবে একথা জানিয়েছেন কাজিরাঙা অভয়ারণ্য়ে আধিকারিকরাই। 

দৌপদ্রী মূর্ম-র আগে দেশের রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। গত বছরের নভেম্বরে কাজিরাঙার গিয়েছিলেন তিনি। তখনই খরচ হয় বিপুল পরিমাণ টাকা! কীভাবে? রাষ্ট্রপতির সফরের জন্য কাজিরাঙার থাকার জায়গাটি, এমনকী তাঁবুগুলিও। সঙ্গে ছিল আরও নানা বিলাসবহুল সুযোগ-সুবিধা।

আরও পড়ুন: National Anthem Case: জাতীয় সংগীত অবমাননা মামলা, মমতাকে কোনও ছাড় দিতে নারাজ হাইকোর্ট!

এদিকে বছরের মে মাসে কাজিরাঙার আয় ব্যয় তথ্য জানতে চেয়ে আরআইটি করেন সমাজকর্মী রোহিত। জবাবে স্বয়ং ফিল্ড অফিসার জানিয়েছেন, রাষ্ট্রপতি সফরে সময়ে ব্র্যাঘ্র উন্নয়ন প্রকল্পের তহবিল  ১ কোটি ১ লক্ষ খরচ হয়েছে। এমনকী, হাত পড়েছে অভয়ারণ্যের নিজস্ব তহবিলেও! সেখান থেকে নেওয়া হয়েছে আরও ৫১ লক্ষ টাকা। কেন? অসমের মুখ্যসচিবকে চিঠি লিখেছেন রোহিত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.