করোনা পরিস্থিতি সঙ্কটজনক ৮ রাজ্যে
করোনা টেস্টিং বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
নিজস্ব প্রতিবেদন: দেশ জুড়ে এখন ভোটের হাওয়া। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। মনে করা গিয়েছিল দেশে করোনা-পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু পরিস্থিতি তা নয়।
৮ রাজ্যের ৬৩টি জেলায় করোনা পরিস্থিতি বেশ চিন্তা উদ্রেককারী বলেই জানা গেল শনিবার। এর মধ্যে রয়েছে উত্তরাখণ্ড (uttarakhand) ও হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মতো পাহাড়ি রাজ্যেও ৷
আরও পড়ুন: আর ১৮ নয়, ২১ বছর পর্যন্ত ছেলের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে : Supreme Court
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan) শনিবার করোনা পরিস্থিতি (covid) নিয়ে বৈঠক করেন ৷ সেই বৈঠক থেকে জানা যায়, দেশের ৮ রাজ্যের ৬৩ জেলার পরিস্থিতি বেশ সঙ্কটজনক হয়ে দাঁড়িয়েছে। বৈঠকের আলোচনা থেকে বেরিয়ে আসে এই তথ্য, এই কয়েকটি জেলায় আরটি পিসিআর পরীক্ষা নিয়ে গাফিলতি দেখা গিয়েছে বলেই জানা যায়। ড্যামেজ কন্ট্রোল হিসাবে জেলাগুলির রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হচ্ছে। করোনা টেস্টিং বাড়ানোর নির্দেশও দেওয়া (test, track and treat) হয়েছে কেন্দ্রের (Centre) তরফে৷
জানা গিয়েছে, শনিবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৩২৭ জন। যা গত ৩৬ দিনে সব চেয়ে বেশি ৷ এর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১.১১ কোটির বেশি ৷ মহারাষ্ট্র (Maharashtra), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), কেরল (kerala), পঞ্জাব (Punjab), কর্নাটক (Karnataka), গুজরাট (Gujarat), হরিয়ানা (Haryana) তামিলনাড়ুতে (Tamil Nadu)আক্রান্তের সংখ্যা প্রতিদিন দ্রুত হারে বেড়ে চলেছে ৷ গোটা দেশের মোট আক্রান্তের মধ্যে ৮২ শতাংশই এই পাঁচ রাজ্যের ৷
আরও পড়ুন: নৌকায় বসে নীচে তাকালে দেখতে পাবেন নদীতল