বীভত্স! 'কালা জাদু' করার অভিযোগে জীবন্ত পুড়িয়ে মারা হল দম্পতিকে
'কালা জাদু' করার অভিযোগে তেলাঙ্গানার সিদ্দিপেট জেলায় দুব্বাক শহরে পুড়িয়ে মারা হল বছর পঞ্চাশের এক দম্পতিকে। মৃতদের নাম কাদাভেরগু সুদর্শন ও রাজেশ্বরী। অভিযোগ, জনা পনেরোর একটি দল তাদেরকে প্রথমে বেধড়ক মারধর করে। তারপর জীবন্ত জ্বালিয়ে দেয়।
![বীভত্স! 'কালা জাদু' করার অভিযোগে জীবন্ত পুড়িয়ে মারা হল দম্পতিকে বীভত্স! 'কালা জাদু' করার অভিযোগে জীবন্ত পুড়িয়ে মারা হল দম্পতিকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/08/82683-sssss.jpg)
ওয়েব ডেস্ক : 'কালা জাদু' করার অভিযোগে তেলাঙ্গানার সিদ্দিপেট জেলায় দুব্বাক শহরে পুড়িয়ে মারা হল বছর পঞ্চাশের এক দম্পতিকে। মৃতদের নাম কাদাভেরগু সুদর্শন ও রাজেশ্বরী। অভিযোগ, জনা পনেরোর একটি দল তাদেরকে প্রথমে বেধড়ক মারধর করে। তারপর জীবন্ত জ্বালিয়ে দেয়।
তাঁদের ২১ বছরের মেয়ে ও ছোট ছেলের সামনেই এঘটনাটি ঘটে। বার বার হাতজোড় করে প্রাণভিক্ষার আবেদন জানালেও নিস্তার মেলেনি। উল্টে তাদেরও মারধর করা হয়। রাস্তায় উপস্থিত জনতাদেরও কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসেনি বলে অভিযোগ।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে অনুমান, নিকট আত্মীয় ও প্রতিবেশীরাই এই ঘটনার সঙ্গে জড়িত।
আরও পড়ুন, যে কাণ্ড ঘটিয়েছেন দেশের এই বিচারক!!!