বাংলাদেশ থেকে চোরাই পথে অসমে আসছে গর্ভনিরোধক পিল
'ওপার' হইতে 'এপার', সবই আসে, আসছে চোরাই পথে! গরু পাচার, মানুষ পাচারের পর এবার সামনে আসল ওষুধ পাচার হওয়ার খবর। ভারতের সীমান্তবর্তী রাজ্য অসম ছেয়ে গেছে বাংলাদেশে তৈরি গর্ভনিরোধক পিল 'সুখী'তে। অসমের সীমান্তবর্তী অঞ্চল ধুবরি দিয়েই অসমে ঢুকছে এই পিল। আর গোটা অসমেই এর চাহিদা আকাশছোঁয়া। তার কারণ একটাই, এত স্বস্তা গর্ভনিরোধক পিল ভারতে আর অন্যত্র পাওয়া যায় না।
![বাংলাদেশ থেকে চোরাই পথে অসমে আসছে গর্ভনিরোধক পিল বাংলাদেশ থেকে চোরাই পথে অসমে আসছে গর্ভনিরোধক পিল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/13/60538-2pill.jpg)
ওয়েব ডেস্ক: 'ওপার' হইতে 'এপার', সবই আসে, আসছে চোরাই পথে! গরু পাচার, মানুষ পাচারের পর এবার সামনে আসল ওষুধ পাচার হওয়ার খবর। ভারতের সীমান্তবর্তী রাজ্য অসম ছেয়ে গেছে বাংলাদেশে তৈরি গর্ভনিরোধক পিল 'সুখী'তে। অসমের সীমান্তবর্তী অঞ্চল ধুবরি দিয়েই অসমে ঢুকছে এই পিল। আর গোটা অসমেই এর চাহিদা আকাশছোঁয়া। তার কারণ একটাই, এত স্বস্তা গর্ভনিরোধক পিল ভারতে আর অন্যত্র পাওয়া যায় না।
একটি পাতায় ১০টি পিল, দাম, মাত্র ১০ টাকা। হ্যাঁ, এতই স্বস্তা এই পিল। ভারতে ব্যবহৃত অন্য সব পিলগুলোর যেখানে দাম ৭৫ টাকা বা তারও বেশি, তখন এই পিল তুলনামূলক অনেক অনেক স্বস্তা। এই কারণেই বাড়ছে চাহিদা। আর চাহিদা অনুযায়ী বাংলাদেশ-অসম সীমান্তবর্তী অঞ্চল দিয়েই বাংলাদেশের এই পিল বাঁধ ভাঙা জলের মত ঢুকে পড়ছে অসমে।
বলিউডের পাঁচ বিখ্যাত কন্ডোম মডেল
এই পিলের পার্শ্ববর্তী সমস্যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে চিকিৎসকরা।