ভারতের সরকারি ওয়েবসাইটগুলিতে সাইবার হানার চেষ্টা করছে চিনা হ্যাকাররা, হুঁশিয়ারি আমেরিকার

বিশেষষজ্ঞ মহলের ধারনা, যুদ্ধের সময়ে বহু দেশের পরিকাঠামোয় হামলা করতে পারে চিনা হ্যাকাররা। এমনকি বিদ্যুতের গ্রিড, ব্যাঙ্কিং সিস্টেমেও হামলা চালাতে সক্ষম তারা

Updated By: Sep 22, 2020, 03:57 PM IST
ভারতের সরকারি ওয়েবসাইটগুলিতে সাইবার হানার চেষ্টা করছে চিনা হ্যাকাররা, হুঁশিয়ারি আমেরিকার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী-সহ দেশের দশ হাজার মানুষের ওপরে অনলাইনে নজর রাখছে চিন। এরকম এক রিপোর্টে চিন্তিত কেন্দ্রে। এর পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের একটি রিপোর্টও আশঙ্কা বাড়াচ্ছে কেন্দ্রের।

আরও পড়ুন-ফের খারিজ জামিনের আবেদন, আপাতত জেলেই থাকতে হচ্ছে রিয়া চক্রবর্তীকে 

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের তরফে ভারতকে জানানো হয়েছে, ভারতের সরকারি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছে ৫ চিনা হ্যাকার। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ দুনিয়ার একাধিক দেশের ১০০ কোম্পানির সাইট হ্যাক করেছে ওইসব চিনা হ্যাকাররা। ওইসব কোম্পনির মধ্যে রয়েছে সফটওয়ার ডেভলপার, কমপিউটার হার্ডওয়ার তৈরির কোম্পানি, ভিডিয়ো গেম কোম্পানি,এনজিও ছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

জি মিডিয়া সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, চিনা ও উত্তর কোরিয়ায় হ্যাকারদের গতিবিধি নিয়ে শীঘ্রই তদন্ত করে দেখা দরকার ভারতের। ২০১৯ সাল থেকে ওইসব হ্যাকাররা ভারতের সরকারি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে চলেছে।

আরও পড়ুন-উঠে গেল ৮ সাংসদের ধর্না, সাসপেনশন না তুললে রাজ্যসভার অধিবেশন বয়কটের ঘোষণা বিরোধীদের 

উল্লেখ্য, ২০১৪ সালে  ৫ চিনা সেনা আধিকারিকের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ তারা চিনা দূতাবাসে কাজ করার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রে চরবৃত্তি করতেন। ওই অভিযোগ অস্বীকার করেছিল চিন।

বিশেষষজ্ঞ মহলের ধারনা, যুদ্ধের সময়ে বহু দেশের পরিকাঠামোয় হামলা করতে পারে চিনা হ্যাকাররা। এমনকি বিদ্যুতের গ্রিড, ব্যাঙ্কিং সিস্টেমেও হামলা চালাতে সক্ষম তারা।

.