India-China Border Row: বাড়ছে উত্তেজনা! এলএসির কাছাকাছি ৩ বায়ুসেনা ঘাঁটিতে যুদ্ধবিমান-ড্রোন মোতায়েন চিনের

২০২০ সালে গালওয়ানে ভারতীয় সেনাদের সঙ্গে হাতাহাতি লড়াই হওয়ার পর ভারত-চিন সীমান্তে সামরিক তত্পরতা বাড়িয়ে দিয়েছে চিন। কয়েকদিন আগেই তাওয়াংয়ে দুদেশের সেনার মধ্যে ফের সংঘর্ষ হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে

Updated By: Dec 20, 2022, 02:10 PM IST
India-China Border Row: বাড়ছে উত্তেজনা! এলএসির কাছাকাছি ৩ বায়ুসেনা ঘাঁটিতে যুদ্ধবিমান-ড্রোন মোতায়েন চিনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অরুণাচলের তাওয়াংয়ে ভারত-চিন জওয়ানদের মধ্যে সংঘর্ষের ফলে দু'দেশের সীমান্ত উত্তেজনা এখন চরমে। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে তিব্বত সীমান্তে ৩টি এয়ার বেস তৈরি করেছে চিন। পাশাপাশি ভারত-চিন সীমান্তের বহু জায়গায় ফাইটার জেট ও দূরপাল্লার ড্রোন মোতায়েন করেছে চিন সেনা।

আরও পড়ুন-জামিনের আবেদন করলেনই না আইনজীবী, ৭ দিনের পুলিস হেফাজতে কেষ্ট 

সপ্তাহখানেক আগেই চিনা যুদ্ধবিমানের উপস্থিতি খুঁজে বের করতে ভারত-চিন সীমান্তে ফাইটার জেট ওড়ায় ভারতীয় বিমান বাহিনী। তার পর থেকেই একাধিকবার সীমান্তে ভারতীয় যুদ্ধ বিমান টহল দিচ্ছে। তার পরই তিব্বত সীমান্তে চিনের এয়ার বেস ও ফাইটার জেট মোতায়েনের খব সামনে এসেছে।

ম্য়াক্সা প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে অরুণচল প্রদেশ সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরে বাংদা বায়ুসেনা ঘাঁটি তৈরি করেছে চিন। সেই ঘাঁটিতে যেসব বিমান মোতায়েন করা হয়েছে তা ভারতের ব্যবহৃত Su-30MKI জেটের মতো। এছাড়াও সেখানে দেখা যাচ্ছে Chengdu J-10 মতো জেট। পাশাপাশি উড়ানের আগাম খবর জানাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

ভারত-চিন সীমান্তে এখনও পর্যন্ত মোট ৩টি বায়ুসেনা ঘাঁটি তৈরি করেছে চিন। এগুলি হল বাংদা, সিগাস্টে ও লাসা। সবকটিই এলএসির কাছেই। দূরত্ব খুব বেশি হলে ২০০ কিলোমিটার। 

২০২০ সালে গালওয়ানে ভারতীয় সেনাদের সঙ্গে হাতাহাতি লড়াই হওয়ার পর ভারত-চিন সীমান্তে সামরিক তত্পরতা বাড়িয়ে দিয়েছে চিন। কয়েকদিন আগেই তাওয়াংয়ে দুদেশের সেনার মধ্যে ফের সংঘর্ষ হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.