জুলাইয়ে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারতেও
এই গ্রহণ দেখা যাবে ভারত, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা থেকে
![জুলাইয়ে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারতেও জুলাইয়ে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারতেও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/04/126996-3.jpg)
নিজস্ব প্রতিবেদন: আগামী ২৭ জুলাই ভারতের আকাশে দেখা মিলবে এক বিরল দৃশ্যের। এদিনই হবে শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ। শুধু তাই নয় এদিন চাঁদের রঙ হবে লালচে। যাকে বলা হয় 'ব্লাড মুন'।
২৭ জুলাই ভারতের স্থানীয় সময় রাত ১১টা ৫৪ মিনিটে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে। ক্রমশ তা পূর্ণগ্রাসে পরিণত হবে রাত ১ টায়। কলকাতা বিড়লা প্লানেটোরিয়ামের ডিরেক্টর দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, পূর্ণগ্রাস গ্রহণ হবে ১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে। এছাড়াও আংশিক গ্রহণ স্থায়ী হবে আরও এক ঘণ্টা। ভোর ৩টে ৪৯ পর্যন্ত চলবে গ্রহণ।
আরও পড়ুন-ফুটবলে জিতলেও, ক্রিকেটে ভারতের কাছে হারল ইংল্যান্ড
এই গ্রহণ দেখা যাবে ভারত, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা থেকে। ভারতের সব জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব এদিন সর্বাধিক হবে। ফলে চাঁদের আকার হবে অনেক ছোট। ফলে পৃথিবীর ছায়া বহুক্ষণ ধরে পড়বে চাঁদের ওপরে। এর জন্যই গ্রহণ দীর্ঘতম হবে।
আরও পড়ুন-যুবতীর ব্রেস্ট টিউমারের চিকিত্সা করতে গিয়েই হল ‘ডাক্তার’-এর পর্দাফাঁস
উল্লেখ্য, এর আগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল চলতি বছরের ৩১ জানুয়ারি। গ্রহণ স্থায়ী হয়েছিল ১ ঘণ্টা ১৬ মিনিট। এর পরবর্তি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে আগামী বছর ২১ জানুয়ারি।