জম্মু-কাশ্মীরে জঙ্গি হানায় মৃত ২ জওয়ান, বিএসএফের পাল্টা গুলিতে নিহত এক জঙ্গি

পঞ্জাবের গুরদাসপুরের জঙ্গি হানার রেশ কাটতে না কাটতেই হামলা জম্মু-কাশ্মীরে। এবারে উধমপুরে বিএসএফের কনভয়ে হামলা চালালো জঙ্গিরা। হামলায় হয় উধমপুর থেকে দশ কিলোমিটার দূরে জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর সানরুলিতে। জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে হত ২ বিএসএফ জওয়ান। আহত ৬ জন।

Updated By: Aug 5, 2015, 11:44 AM IST
জম্মু-কাশ্মীরে জঙ্গি হানায় মৃত ২ জওয়ান, বিএসএফের পাল্টা গুলিতে নিহত এক জঙ্গি

ওয়েব ডেস্ক: পঞ্জাবের গুরদাসপুরের জঙ্গি হানার রেশ কাটতে না কাটতেই হামলা জম্মু-কাশ্মীরে। এবারে উধমপুরে বিএসএফের কনভয়ে হামলা চালালো জঙ্গিরা। হামলায় হয় উধমপুর থেকে দশ কিলোমিটার দূরে জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর সানরুলিতে। জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে হত ২ বিএসএফ জওয়ান। আহত ৬ জন। বিএসএফের পাল্টা গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। উপত্যকায় নতুন করে জঙ্গি হানায় উদ্বেগ প্রকাশ করেছেন জম্মুকাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এমনিতে জম্মু-শ্রীনগর হাইওয়ে টেরর ফ্রি জোন হিসেবে পরিচিত। সেখানেও জঙ্গি হামলা খুবই উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন ওমর ।

.