কর্ণাটকে পালাবদলের পর 'অত্যাচারী' টিপু সুলতানের জন্মদিন পালন বন্ধ করল বিজেপি
২০১৫ সালের ১০ নভেম্বর মহীশূরের শাসক টিপু সুলতানের জন্মদিন উদযাপন করেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
নিজস্ব প্রতিবেদন: ক্ষমতায় ফেরার পর টিপু সুলতানের জন্মবার্ষিকী উদযাপন রদ করল বিজেপি। ২০১৫ সাল থেকে অষ্টাদশ শতকে মহীশূরের বিতর্কিত শাসক টিপু সুলতান জন্মদিন উদযাপন শুরু করেছিল কর্ণাটকের কংগ্রেস সরকার। তখনই বিজেপি অভিযোগ করেছিল, টিপু সুলতান ছিলেন লক্ষাধিক হিন্দু হত্যাকারী উগ্র ধর্মান্ধ। এবার জেডিএস-কংগ্রেস জোট সরকারকে ফেলে সরকারে আসার পর প্রথমেই টিপুর জন্মদিন উদযাপন জয়ন্তী রদ করল ইয়েদুরাপ্পা সরকার।
২০১৫ সালের ১০ নভেম্বর মহীশূরের শাসক টিপু সুলতানের জন্মদিন উদযাপন করেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তারপর চলে আসছে সেই প্রথা। জোট সরকারও গতবছর টিপুর জন্মদিন উদযাপন করেছিল। কংগ্রেসের দাবি, টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বিজেপি পাল্টা অভিযোগ করে, নিজের ইসলামিক ভূখণ্ড বাঁচাতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন টিপু। দেশের প্রতি কোনও টান ছিল না। লক্ষাধিক হিন্দুকে হত্যা, ধর্ষণ ও ধর্মান্তরিত করেছেন মহীশূরের শাসক।
Our Govt has cancelled observing controversial & communal Tippu Jayanti pic.twitter.com/8kTBhzdipM
— BJP Karnataka (@BJP4Karnataka) July 30, 2019
এবার কর্ণাটকের মসনদে বসেছে বিজেপি। আর ক্ষমতায় আসার পরই কোপ পড়ল টিপুর জন্মজয়ন্তীতে। মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন,'টিপু সুলতানের জন্মদিনে রাজ্যের একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটে। বন্ধ করার আবেদন করেছিলেন বিধায়করা। মন্ত্রিসভায় আলোচনার পর টিপু সুলতানের জন্মদিন উদযাপন রদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।
আরও পড়ুন- মধ্যযুগীয় প্রথা তিন তালাক ইতিহাসের ডাস্টবিনে, তোষণের নামে বঞ্চনা হয়েছে: মোদী