এনডিটিভি-র পর এবার কেন্দ্রের কোপে অসমের চ্যানেল
NDTV-র পর এবার কেন্দ্রের কোপে অসমের চ্যানেল। নিয়ম বিরুদ্ধভাবে খবর দেখানোর অভিযোগে এই চ্যানেলটিকেও একদিন সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই বছরই শিশু নির্যাতনের একটি খবর সরাসরি সম্প্রচার করেছিল চ্যানেলটি। তার জেরেই ৯ তারিখ একদিনের জন্য সম্প্রচার বন্ধের নির্দেশ বলে জানানো হয়েছে।
![এনডিটিভি-র পর এবার কেন্দ্রের কোপে অসমের চ্যানেল এনডিটিভি-র পর এবার কেন্দ্রের কোপে অসমের চ্যানেল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/06/69746-bane.jpg)
ওয়েব ডেস্ক: NDTV-র পর এবার কেন্দ্রের কোপে অসমের চ্যানেল। নিয়ম বিরুদ্ধভাবে খবর দেখানোর অভিযোগে এই চ্যানেলটিকেও একদিন সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই বছরই শিশু নির্যাতনের একটি খবর সরাসরি সম্প্রচার করেছিল চ্যানেলটি। তার জেরেই ৯ তারিখ একদিনের জন্য সম্প্রচার বন্ধের নির্দেশ বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- জীবন্ত পুড়িয়ে মারা হল চিতাবাঘ
একের পর এক সংবাদ মাধ্যমের ওপর এভাবে খাঁড়া নেমে আসায় সরব হয়েছে বিভিন্ন মহল। কেউ কেউ এটাকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করছেন। এই অবস্থায় নিউজ টাইম অসম চ্যানেলটির বিরুদ্ধে অভিযোগ ওঠে ২০১৩ সালে। NDTV নিয়ে বিতর্ক ঠেকাতেই কি এতদিন পরে ব্যবস্থা। প্রশ্ন তুলছেন অনেকেই।