কংগ্রেসের চ্যালেঞ্জ গ্রহণ করে কৃষিঋণ মকুব করল বিজেপি সরকার
অসম সরকারের মুখপাত্র তথা পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়েছেন, রাজ্যের প্রকল্প অনুসারে কৃষিঋণে ২৫ শতাংশ ছাড় পাবেন কৃষকরা। সর্বোচ্চ ২৫,০০০ টাকা ছাড় মিলবে। কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া সমস্ত ঋণে ছাড় মিলবে।
![কংগ্রেসের চ্যালেঞ্জ গ্রহণ করে কৃষিঋণ মকুব করল বিজেপি সরকার কংগ্রেসের চ্যালেঞ্জ গ্রহণ করে কৃষিঋণ মকুব করল বিজেপি সরকার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/12/18/163373-narendra982137.jpg)
নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে কংগ্রেসি সরকারের কৃষিঋণ মুকুব নিয়ে তুমুল আলোচনার মধ্যেই কৃষিঋণ মকুব করল অসমের বিজেপি সরকার। মঙ্গলবার সেরাজ্যে ৬০০ কোটি টাকা কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এর ফলে ৮ লক্ষ কৃষক উপকৃত হবেন বলে জানিয়েছে সেরাজ্যের সরকার।
কমলনাথ-গেহলত-বাঘেলের শপথে আজ বিরোধী নেতাদের ভিড়, নেই অখিলেশ-মায়া
অসম সরকারের মুখপাত্র তথা পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়েছেন, রাজ্যের প্রকল্প অনুসারে কৃষিঋণে ২৫ শতাংশ ছাড় পাবেন কৃষকরা। সর্বোচ্চ ২৫,০০০ টাকা ছাড় মিলবে। কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া সমস্ত ঋণে ছাড় মিলবে। মঙ্গলবার রাতে মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া সরকার আগামী বছর থেকে কৃষকদের বিনা সুদে ঋণ দেবে বলে জানিয়েছেন তিনি। যার ফলে সেরাজ্যের ১৯ লক্ষ কৃষক উপকৃত হবেন বলে জানা গিয়েছে।
বলে রাখি, গত মঙ্গলবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই কৃষিঋণ মকুব করেন কমল নাথ। একই পথে হাঁটেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এর পরই বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, 'বিজেপি সরকার কৃষিঋণ মকুব না-করা পর্যন্ত মোদীকে ঘুমাতে দেব না।'