রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় 'জন গণ মন'! টুইটারে পোস্ট করলেন বিগ বি
তাঁরই সৃষ্টি। আর সেই সৃষ্টি কর্তার গলাতেই এবার সেই গান। খোদ রবীন্দ্রনাথ ঠাকুরের গলাতেই ভারতের জাতীয় সঙ্গীত। এমনই এক দুষ্প্রাপ্য ভিডিও টুইটারে শেয়ার করলেন বিগ বি। বর্তমানে সেই ভিডিওটি ভাইরাল।
![রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় 'জন গণ মন'! টুইটারে পোস্ট করলেন বিগ বি রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় 'জন গণ মন'! টুইটারে পোস্ট করলেন বিগ বি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/27/77244-bigbrntagore.jpg)
ওয়েব ডেস্ক : তাঁরই সৃষ্টি। আর সেই সৃষ্টি কর্তার গলাতেই এবার সেই গান। খোদ রবীন্দ্রনাথ ঠাকুরের গলাতেই ভারতের জাতীয় সঙ্গীত। এমনই এক দুষ্প্রাপ্য ভিডিও টুইটারে শেয়ার করলেন বিগ বি। বর্তমানে সেই ভিডিওটি ভাইরাল।
আরও পড়ুন- নিজেকে নিঃস্ব করে সারমেয় সংসারে মন ঢাললেন মনোজ!
আজ সকালে নিজের টুইটারে অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন অমিতাভ বচ্চন। ভিডিওটিতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। শুধু তাই নয়, সেখানে বিশ্বকবির গলায় শোনা যাচ্ছে ''জন গণ মন''। ট্যুইটার হ্যান্ডেলে অমিতাভ বচ্চন ওই ভিডিও শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায়। একের পর এক লাইক পড়তে শুরু করে সেই ভিডিওতে।
দেখুন সেই ভিডিওটি...
T 2516 - AMAZING ..!! Rabindra Nath Tagore, the writer of the National Anthem, singing it .. incredible original footage !! pic.twitter.com/zpRvxwN32I
— Amitabh Bachchan (@SrBachchan) January 27, 2017