Journalist Killed: বাড়িতে ঢুকে সাংবাদিককে গুলি করে খুন! এলাকায় আতঙ্ক...

মৃত সাংবাদিকের নাম বিমল যাদব। বিহারের প্রথমসারির হিন্দি সংবাদপত্রে কর্মরত ছিলেন তিনি। ঘটনার শোকপ্রকাশ করেছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Updated By: Aug 18, 2023, 08:27 PM IST
Journalist Killed: বাড়িতে ঢুকে সাংবাদিককে গুলি করে খুন! এলাকায় আতঙ্ক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সাতসকালে সটান বাড়িতে ঢুকে পড়ল ৪ অজ্ঞাতপরিচয় ব্য়ক্তি! তারপর? দুষ্কৃতীদের গুলিতে খুন সাংবাদিক। ঘটনাস্থল, বিহারের আরারিয়া জেলা।

আরও পড়ুন: Himachal Landslide: মন্দির চাপা পড়ে মৃত একই পরিবারের ৭ জন! বৃষ্টি বিধ্বস্ত হিমাচলে ক্ষতি ১০ হাজার কোটির

পুলিস সূত্রে খবর, মৃত সাংবাদিকের নাম বিমল যাদব। বিহারের প্রথমসারির হিন্দি সংবাদপত্রে কর্মরত ছিলেন তিনি। থাকতেন আরারিয়া জেলার রানিগঞ্জ এলাকায়।

কীভাবে খুন? ঘড়িতে তখন সাড়ে ৫টা। এদিন ভোরে বাড়িতে হাজির হয় আততায়ীরা। এরপর কলিং কলের আওয়াজে যখন দরজা খোলেন, তখন খুব কাছ ওই সাংবাদিকের বুকে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা গিয়েছে, ২০০৯ সালে বিমলের ভাইকেও খুন করে অভিযুক্তরা। সেই ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন বিমলই। শুধু তাই নয়,বয়ান বদলানোর জন্য নাকি চাপ দেওয়া হচ্ছিল তাঁকে! সাংবাদিক খুনে শোকপ্রকাশ করেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, 'খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। খবর পাওয়া মাত্র কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছি'।

এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন লোকজনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান।সম্প্রতি 'অন্যন্য রাজ্য়ের তুলনা বিহারে অপরাধ' বলে মন্তব্য করেছিলেন নীতীশ কুমার। চিরাগ বলেন, ওঁর সেইসব পুলিসকর্মী পরিরারকে পরিসংখ্যান দেখানো উচিত, যাঁরা পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়েছেন। নিহত সাংবাদিকের পরিবারের লোককেও দেখানো উচিত'।

আরও পড়ুন: Kota Suicide: শুধু অগস্টেই ২২ আত্মহনন, কোটায় সিলিং ফ্যানে লাগছে স্প্রিং!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.