Digital Arrest Scam: ৯৩০টি ডিজিটাল ফ্রড কেস! ২০০ কোটির জালিয়াতি! কলকাতা পুলিস গ্রেফতার করল 'কিংপিন'কে

Kolkata Police:  এর আগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিস। তাদের সূত্র ধরেই এবার চক্রের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল পুলিস। তার বিরুদ্ধে প্রায় ১৮০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে।

Updated By: Jan 12, 2025, 05:52 PM IST
Digital Arrest Scam: ৯৩০টি ডিজিটাল ফ্রড কেস! ২০০ কোটির জালিয়াতি! কলকাতা পুলিস গ্রেফতার করল  'কিংপিন'কে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিচিত চিন্তাক রাজ নামে। আসল নাম চিরাগ কাপুর। গোটা দেশে ছড়িয়ে তাঁর কানেকশন। চিন্তাকের বিরুদ্ধে ৯৩০টি ডিজিটাল অ্যারেস্ট ফ্রড কেস আছে বলে পুলিস সূত্রে খবর। কয়েকশো কোটি টাকার জালিয়াতি। এবার ডিজিটাল অ্যারেস্ট দুর্নীতির মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল কলকাতা পুলিস। গোটা দেশে ডিজিটাল অ্যারেস্ট দুর্নীতি করে বেরিয়েছে বলে অভিযোগ। শুক্রবার কলকাতা পুলিসের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে পুরো পরিকল্পনা করে বেঙ্গালুরু থেকে এই চিরাগ কাপুরকে গ্রেফতার করেছে বলে সূত্রের খবর।  

আরও পড়ুন: Maha Kumbh 2025: পরনে পিঙ্ক স্যুট, মাথায় সাদা ওড়না, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন স্টিভ জোবসের স্ত্রী লরেন

এর আগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিস। তাদের সূত্র ধরেই এবার চক্রের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল পুলিস। তার বিরুদ্ধে প্রায় ১৮০ কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে। পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হয়েছে বহু ইলেকট্রনিক গ্যাজেট সহ আরও অন্যান্য জিনিসপত্র। এই চিরাগ কাপুর নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন। সাত মাস ধরে পুলিসের চোখ এড়িয়ে এই অপরাধ চক্র চালিয়ে গিয়েছেন তিনি।

এই ডিজিটাল অ্যারেস্ট দুর্নীতিটা হল, নিজেকে আইনরক্ষক বলে দাবি করে ভিডিয়ো কল করত, বিপদে পড়া মানুষজনকে হুমকি দিত যে, ভুয়ো মামলায় গ্রেফতার করিয়ে দেওয়া হবে। এভাবেই দিনের পর দিন চাপ সৃষ্টি করে মানুষের কাছ থেকে মোটা টাকা আদায় করা হতো। এখানেই জড়িত ছিলেন চিরাগও। 

আরও পড়ুন:  জামায় গ্রাফিটি! ৮০ ছাত্রীকে বিবস্ত্র করে স্কুল থেকে ভরা রাস্তায় ঠেলে দিল প্রিন্সিপাল...

জুলাই মাসে কলকাতার একটি ফিনান্স ব্যাঙ্কে ৭ লক্ষ ৪০ হাজার টাকা জমা করার সূত্র ধরে সেপ্টেম্বর মাসে কলকাতার আনন্দপুর, পাটুলি এবং নরেন্দ্রপুর এলাকায় পুলিসি তদন্ত চলে। সেই তদন্তেই উদ্ধার হয় বহু তথ্য এবং জিনিসপত্র।  এই সমগ্র জালিয়াত চক্রের কিংপিন ছিলেন চিরাগ কাপুর। এবার তাকেই গ্রেফতার করল কলকাতা পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.