কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হানায় শহীদ ৬ পুলিসকর্মী; লুট করা হল অস্ত্র
ফের জঙ্গি হামলা কাশ্মীরের অনন্তনাগ জেলায়। ঘটনায় এক আধিকারিক সহ মৃত্যু হল ৬ পুলিসকর্মীর। আহত হয়েছেন আরও ১৩ জন। জঙ্গিদের সঙ্গে পুলিস ও নিরাপত্তারক্ষীদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই।
![কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হানায় শহীদ ৬ পুলিসকর্মী; লুট করা হল অস্ত্র কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হানায় শহীদ ৬ পুলিসকর্মী; লুট করা হল অস্ত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/16/87853-lgjgljfgjlgljlfjglfjglfjgjf.jpg)
ওয়েব ডেস্ক : ফের জঙ্গি হামলা কাশ্মীরের অনন্তনাগ জেলায়। ঘটনায় এক আধিকারিক সহ মৃত্যু হল ৬ পুলিসকর্মীর। আহত হয়েছেন আরও ১৩ জন। জঙ্গিদের সঙ্গে পুলিস ও নিরাপত্তারক্ষীদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই।
জানা গেছে, আচ্ছাবল এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিসকর্মীরা। ঠিক সেই সময় হঠাত্ই তাঁদের গাড়ির ওপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ পুলিসকর্মীর। আহত হন আরও ১৩ জন। তাদের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিরা পুলিসবাহিনীর কাছ থেকে ৪টি বন্দুক ছিনিয়ে নিয়ে গেছে।
গত কয়েকমাস ধরে কাশ্মীরের বিভিন্ন এলাকায় পুলিস বাহিনীর ওপর দফায় দফায় জঙ্গিহানা হয়ে চলেছে। শহীদ হয়েছেন কয়েকজন পুলিসকর্মীও। গতকাল শ্রীনগরের হায়দরপোরায় জঙ্গি হানায় মৃত্যু হয়েছে এক পুলিসকর্মীর। অন্যদিকে কুলগাঁওয়ের বোগুন্দ এলাকায় জঙ্গি হামলায় শহীদ হয়েছেন এক CRPF জওয়ান।
আরও পড়ুন- কাশ্মীরে নতুন করে শুরু সংঘর্ষ, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা