ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা
Updated By: Jun 30, 2015, 10:50 AM IST
![ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/30/39617-kashmir.jpg)
ওয়েব ডেস্ক: এবার ভূমিকম্প কাঁপালো কাশ্মীর উপত্যকাকে। মঙ্গলবার ভোররাতের এই ভূমিকম্পের রিখটার স্কেলে মান ৫.৫। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত এই ভূমিকম্পের এপিসেন্টার বলে জানানো হয়েছে।
এমইটি ডিপার্টমেন্টের এক আধিকারিক জানিয়েছেন আজ রাত ৩টে ৪০ নাগাদ এই মাধারি মানের ভূমিকম্পটি হয়।
কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনও পর্যন্ত নেই।
এর আগে ২০০৮ সালে ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হয়েছিল কাশ্মীর।