ফের বেঙ্গালুরুর স্কুলে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ
ফের স্কুলে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বেঙ্গালুরুতে। একটি বেসরকারি স্কুলের নার্সারির ওই ছাত্রীকে তার মা গতকাল স্কুল থেকে আনতে গেলে কাঁদতে থাকে শিশুটি। পরে সমস্ত খুলে বলে সে। থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা।
![ফের বেঙ্গালুরুর স্কুলে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ফের বেঙ্গালুরুর স্কুলে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/10/22/30299-pro.jpg)
ওয়েব ডেস্ক: ফের স্কুলে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বেঙ্গালুরুতে। একটি বেসরকারি স্কুলের নার্সারির ওই ছাত্রীকে তার মা গতকাল স্কুল থেকে আনতে গেলে কাঁদতে থাকে শিশুটি। পরে সমস্ত খুলে বলে সে। থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা।
আজ সকাল থেকেই এই ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে শুরু হয়েছে প্রতিবাদ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সে দিন বাইরের কোনও লোক স্কুলে ঢোকেনি। এদিকে, স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, দোষীকে দ্রুত চিহ্নিত করা হবে।
স্কুল ক্যাম্পাসের সব জায়গায় পুলিস তল্লাশি চালিয়েছে বলেও তিনি জানান। এক অভিভাবকের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ধামচাপা দেওয়ার চেষ্টা করেছিল।