ফি জমা দিতে দেরি হওয়ায়, ১৯ পড়ুয়াকে আটকে রাখল স্কুল!
তারা স্কুলে ফি জমা দিতে পারেনি সময়ে। সেই কারণে ১৯ জন পড়ুয়াকে আটকে রেখে শাস্তি দিল স্কুল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়াথনগরের একটি স্কুলে। স্কুলে আকটে রাখা পড়ুয়াদের মধ্যে ৫ বছরের শিশুও ছিল বলে অভিযোগ। শুধু আটকে রাখাই নয়, ওই ১৯ পড়ুয়াকে পরীক্ষাতেও বসতে দেওয়া হয়নি স্কুলের পক্ষ থেকে।
![ফি জমা দিতে দেরি হওয়ায়, ১৯ পড়ুয়াকে আটকে রাখল স্কুল! ফি জমা দিতে দেরি হওয়ায়, ১৯ পড়ুয়াকে আটকে রাখল স্কুল!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/19/81264-gkgkgkgkkkfg.jpg)
ওয়েব ডেস্ক : তারা স্কুলে ফি জমা দিতে পারেনি সময়ে। সেই কারণে ১৯ জন পড়ুয়াকে আটকে রেখে শাস্তি দিল স্কুল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়াথনগরের একটি স্কুলে। স্কুলে আকটে রাখা পড়ুয়াদের মধ্যে ৫ বছরের শিশুও ছিল বলে অভিযোগ। শুধু আটকে রাখাই নয়, ওই ১৯ পড়ুয়াকে পরীক্ষাতেও বসতে দেওয়া হয়নি স্কুলের পক্ষ থেকে।
এই ঘটনাটি সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। জুভেনাইল জাস্টিস অ্যাক্টের আওতায় ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। আটক ছাত্রছাত্রীদের অভিভাবকরা জানিয়েছেন, 'স্কুল মোটা টাকা ফি নেয়। সেই ফি জোগাড় করতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর তাই সেই শাস্তি দেওয়া হল শিশুদের।' পুলিস ঘটনাটি জানতে পেরে সেখানে গিয়ে আটক পড়ুয়াদের উদ্ধার করে। তদন্ত শুরু হয়েছে।