ডোকলামে দাঁড়িয়ে ১০০০ চিনা সেনা, ফের চড়ছে উত্তেজনার পারদ

Updated By: Oct 6, 2017, 06:54 PM IST
ডোকলামে দাঁড়িয়ে ১০০০ চিনা সেনা, ফের চড়ছে উত্তেজনার পারদ
রাস্তা নির্মাণকে ঘিরে ডোকালামে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুদেশের সেনা

ওয়েব ডেস্ক : ডোকলাম ঘিরে ফের উত্তেজনার পারদ চড়ছে। ডোকালামের আগের অবস্থান থেকে কয়েকশো মিটার দূরে ফের চিনা সেনা মোতায়েন শুরু হয়েছে। এই মুহূর্তে প্রায় ১০০০ জন চিনা সেনা ডোকালামে মোতায়েন রয়েছে। বেড়েছে চিনা তত্পরতা।

ডোকালামকে ঘিরে বিগত কয়েক মাস ধরেই ভারত-চিন সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায়। দু'দেশই দুদেশকে যুদ্ধের হুঁশিয়ারি দেয়। প্রায় ৫ মাস ধরে চলে চানাপোড়েন। অবশেষে ২৮ অগাস্ট থেকে দু'দেশই সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করে। কিন্তু তার একমাসের মাথায় ডোকালামে নতুন করে চিনা সেনা মোতায়েন নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সূত্রের খবর, চুম্বি উপত্যকায় নতুন করে রাস্তা তৈরি করছে চিন।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই ভারতীয় বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া চিনের সঙ্গে 'টু-ফ্রন্ট ওয়্যার'-এর কথা বলেন। এটাও বলেন যে, চিনকে মোকাবিলা করতে ভারত সর্বতোভাবে প্রস্তুত।

আরও পড়ুন, "নিজের পিঠ নিজেই চাপড়েছিলেন মোদী, ডোকলামে এবার চিন কী করছে?", খোঁচা রাহুলের

.