Falling in Love: উল্টো দিকের মানুষটির থেকে ভালোবাসা পাচ্ছেন না, তবুও একতরফা ভালোবেসে যাচ্ছেন, কেন জানেন?

এখানেই মনোবিদদের গবেষণা, বিশ্লেষণ। তাঁরা বিষয়টি নিয়ে চর্চা করতে গিয়ে নানা তথ্য পেয়েছেন। খুঁজে পেয়েছেন এর কারণ। কী কারণ?

Updated By: Apr 19, 2022, 04:38 PM IST
Falling in Love: উল্টো দিকের মানুষটির থেকে ভালোবাসা পাচ্ছেন না, তবুও একতরফা ভালোবেসে যাচ্ছেন, কেন জানেন?

নিজস্ব প্রতিবেদন: বেঁচে থাকতে গেলে শুধু খাওয়া-পরা আর আশ্রয় পেলেই চলে না, চাই ভালোবাসাও। অথচ, এই ভালোবাসা নিয়েই যত গন্ডগোল।

কেননা, চাইলেই তো আর ভালোবাসা পাওয়া যায় না! অনেক কষ্ট করে ভালোবাসার জনকে হয়তো খুঁজে পাওয়া যায়। অনেক সময় আবার হয়তো মনে করা গেল, পাওয়া গিয়েছে ভালোবাসার জনকে। কিন্তু কোথায় কী? যাকে আমি ভালোবাসছি, সে আমায়া বাসছে কই? তবু ভালোবাসার এমনই খেলা, উল্টো দিক থেকে ভালোবাসা আসছে না, আসবে না জেনেও আমরা আমাদের ভালোবাসার জনকে একতরফা ভাবে শুধু ভালোবেসেই যাই।

কেন কোনও মানুষ কাউকে একতরফা ভালোবেসে যায়?

এখানেই মনোবিদদের গবেষণা, বিশ্লেষণ। তাঁরা বিষয়টি নিয়ে চর্চা করতে গিয়ে নানা তথ্য পেয়েছেন। খুঁজে পেয়েছেন এর কারণ। কী কারণ?

ভালোবাসা আসলে অনেকের কাছেই একটা অভ্যাসে পরিণত হয়। পুরনো অভ্যেস ভাঙতে চায় না মানুষ। তাই ভালোবাসার জন তাঁকে ফিরে ভালোবাসছেন না জেনেও তিনি তাঁকেই ভালোবেসে যান। নতুন মানুষকে আর খুঁজতে চায় না তাঁর মন।

'চাইল্ডহুড রিলেশনশিপ' অনেক সময়ই টেকে না অনেকের জীবনে। তবু কিন্তু মানুষ বাল্যস্মৃতিটুকু উপভোগের জন্য অনেক সময়েই ফিরে ফিরে বাল্যপ্রেমকে স্মরণ করেন। বাল্যপ্রেম শুধু যে ভুলতে চান না, তাই নয়, বাল্যপ্রেমকেই আঁকড়ে থাকেন।

মানুষ কমফর্ট জোনে থাকতে পছন্দ করেন। তাই প্রেমের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটে না। পার্টনার শীতল, নিরুদ্বিগ্ন, অনুভূতিহীন হলেও এদিকের মানুষটি সেই কমফর্ট জোনের উত্তাপে থাকার জন্যই যেন তাঁকেই অযথা অকারণ একতরফা ভাবে ভালোবেসে যান। 

আরও পড়ুন: Tamarind: তেঁতুল কী ভাবে যৌনস্বাস্থ্যের যত্ন নেয় জানেন?

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.