মাত্র ৩০ সেকেন্ডই ছাড়িয়ে ফেলুন রসুন!
রসিয়ে কষিয়ে কিছু একটা রান্না করবেন ভেবেছেন? সেক্ষেত্রে রসুন ছাড়া কোনও গতি নেই। এছাড়া শরীর স্বাস্থ্যের পক্ষেও রসুনের বেশকিছু উপকার আছে। কিন্তু, এই রসুনের কোয়া ছাড়ানোর ঝক্কি অনেক। সেটা এতদিন জানতেন! এবার এমন একটা ভিডিও আপনাদের দেখাব, যেখানে রসুন ছাড়ানো হয়ে যাবে খুব সহজে।
![মাত্র ৩০ সেকেন্ডই ছাড়িয়ে ফেলুন রসুন! মাত্র ৩০ সেকেন্ডই ছাড়িয়ে ফেলুন রসুন!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/15/49702-457122-garlic-think.jpg)
ওয়েব ডেস্ক : রসিয়ে কষিয়ে কিছু একটা রান্না করবেন ভেবেছেন? সেক্ষেত্রে রসুন ছাড়া কোনও গতি নেই। এছাড়া শরীর স্বাস্থ্যের পক্ষেও রসুনের বেশকিছু উপকার আছে। কিন্তু, এই রসুনের কোয়া ছাড়ানোর ঝক্কি অনেক। সেটা এতদিন জানতেন! এবার এমন একটা ভিডিও আপনাদের দেখাব, যেখানে রসুন ছাড়ানো হয়ে যাবে খুব সহজে।
একটা বড় রসুন নিন। এবার হাতের চাপে সেটাকে খোসা শুদ্ধুই একটু থেঁতো করুন। তারপর একটা মাঝারি মাপের বাটি নিয়ে সেখানে ওই রসুনটা রাখুন। তাপা দিন আরও একটা বাটি। তারপর কী করবেন, তা দেখতে নীচের ভিডিওটা ক্লিক করুন-