বাবা হল ১৩ বছরের বালক , মা ৩২ বছরের
১৩ বছরের এক বালক বাবা হল। ইন্দোনেশিয়ার ৩২ বছর বয়সী এক মহিলা অভিযোগ করেন, তাঁর মালিকের ছেলে তাঁকে ধর্ষণ করে। দীর্ঘ তদন্ত চলার পর তিনি তাঁর বয়ান পাল্টান। তিনি জানান, অনেকদিন ধরে মালিকের ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল।
Updated By: Sep 16, 2014, 11:06 AM IST
ওয়েব ডেস্ক: ১৩ বছরের এক বালক বাবা হল। ইন্দোনেশিয়ার ৩২ বছর বয়সী এক মহিলা অভিযোগ করেন, তাঁর মালিকের ছেলে তাঁকে ধর্ষণ করে। দীর্ঘ তদন্ত চলার পর তিনি তাঁর বয়ান পাল্টান। তিনি জানান, অনেকদিন ধরে মালিকের ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল।
ছেলেটির আইনজীবি অ্যাবতাসিম অল সবাগ জানিয়েছেন, তাঁর পরিবার এই সম্পর্ক নিয়ে উদাসীন ছিল। তিনি যে গর্ভাবতী ছিলেন, সে বিষয়ে কেউ জানতেন না। গত শুক্রবার, হঠাত্ বাথরুমে সন্তান প্রসব করেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিক্যাল টেস্টে প্রমাণিত হয়েছে ছেলেটি সন্তানের বায়োলজিক্যাল বাবা।