রোজ মাত্র ৩০ টাকা বিনিয়োগ করে কোটপতি হয়ে যান
![রোজ মাত্র ৩০ টাকা বিনিয়োগ করে কোটপতি হয়ে যান রোজ মাত্র ৩০ টাকা বিনিয়োগ করে কোটপতি হয়ে যান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/16/90924-cash.jpg)
ওয়েব ডেস্ক: প্রতিদিন মাত্র ৩০ টাকা জমালে হতে পারেন কোটিপতি। ভাবছেন কীভাবে সম্ভব? অঙ্কের হিসেব বলেছে, রোজ ৩০ টাকা জমালে অবসরের পর কোটি টাকার মালিক হতে পারেন। যাঁদের মাসিক আয় তেমন নয়, তাঁরা অবসরের জন্য এই কৌশল নিতে পারেন। এজন্য অবশ্য অল্প বয়স থেকে জমাতে শুরু করতে হবে।
এই হিসেবে প্রতিদিন ৩০ টাকা জমিয়ে কোটিপতি হতে সময় লাগবে ৪০ বছর। তবে একটু ঝুঁকি নিলে সময় আরও কমে যাবে। কীভাবে জমাবেন?
ধরুন আপনার বয়স ২০। এখন থেকে প্রতিদিন ৩০ টাকা জমাতে শুরু করলেন। মাসে দাঁড়াবে ৯০০ টাকা। এবার সেই টাকা বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ডে। বিনিয়োগের আগে অবশ্যই সেই মিউচুয়াল ফান্ডের হাল হকিকৎ জেনে নিন। দরকারে পরামর্শ নিন বিশেষজ্ঞের। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে বছরে গড়ে ১২.৫ শতাংশ সুদ মেলে। প্রতিমাসে ৯০০ টাকা বিনিয়োগ করলে ৪০ বছর পর চক্রবৃদ্ধি সুদের হারে সেই বিনিয়োগ বেড়ে দাঁড়াবে ১,০১,৫৫,১৬০ টাকা।
ভাবছেন বয়স চলে গিয়েছে। ৩০ বছর বয়সে কোটিপতি হওয়ার বাসনা থাকলে রোজ জমান ৯৫ টাকা।
আরও পড়ুন,ঘুরে দাঁড়াল শেয়ার বাজার