Durga Puja 2022: নিয়তি || ছোটগল্প ||

সুবর্ণ গোস্বামী

Updated By: Sep 29, 2022, 06:10 PM IST
Durga Puja 2022: নিয়তি || ছোটগল্প ||

নিয়তি

সুবর্ণ গোস্বামী

 

আজ বুধবার। অফিসের কিছু সমস্যার কারণে বিগত ছয় মাস ধরে মাইনে হচ্ছে না আমার। যা বয়স হয়েছে তাতে নতুন কোথাও চাকরি পাওয়ারও সুযোগ নেই। বাড়ির পেন্ডিং ইএমআই ক্লিয়ার করতে গিয়ে সেভিংসও প্রায় শেষ। আমার স্ত্রী ইন্দ্রানী তার সকল গয়না বন্ধক রেখেছে। এছাড়াও বাজারে বেশ কিছু মোটা অঙ্কের ধার হয়ে গেছে। আমার ন’বছরের ছেলে অনিল। বিগত ছয় মাসে আমি ওর কোনও বায়নাই পূরণ করতে পারিনি। অর্থাভাবে ভাতের টানাটানিও হয়েছে প্রবল। ছেলেটাকে কিছুদিন মামাবাড়ি পাঠিয়ে দিলেও ইন্দ্রানী যায়নি। ওঁর বক্তব্য জীবনের সব ঝড়ে ওঁ আমার সাথেই থাকবে। ছেলেটাও কিছুদিন পর ফিরে আসার বায়না ধরেছিল। তাই বাধ্য হয়ে এই পরিস্থিতিতেই ফিরিয়ে এনেছি ওকে। গত মাসে ওর জন্মদিন ছিল। ছেলেটা একটু মাংস খেতে চেয়েছিল। বুকে পাথর রেখে অপারগ বাবার মত বলেছিলাম ,"আর কিছুদিন অপেক্ষা কর বাবা... তোর জন্মদিনও পালন করব আর অনেক খেলনা কিনে দেব... তখন পেট ভরে মাংস খেও সোনা..."
আজ আমার মাইনে ক্লিয়ার হওয়ার দিন। ছেলে বউ বেরোনোর সময় কি খুশিই না ছিল! যাক আজ অন্তত উপযুক্ত বাবার মত ছেলের জন্য অনেক খেলনা কিনেছি। বউটাও তো সব দিয়ে দিয়েছে,তাই ওঁর জন্য একটা কানের দুল কিনেছি।
 তবে কি জানেন তো, আমার মত কিছু মানুষ আছে যাদের স্বপ্ন দেখতে নেই। ঝড়ে উড়ে আসা ধুলো ভরে যায় গায়ে,রোদে পুড়ে পথিকদের মাথা ঘুরে যায়। তারা যখন আর হাঁটতে না পেরে বৃক্ষতলে বিশ্রাম নিতে চায়, একটু মন খুলে কেঁদে হালকা হতে চায়, ঠিক তখনই ঝড় ওঠে আবার। উপড়ে ফেলে আস্ত একটা সবুজ,আস্ত একটা প্রাণ।  
ভাবছেন এসব বলছি কেন?
কারণ তারপরেই হঠাৎ কী যে হল..... দেখি বউ, ছেলে হাউমাউ করে কাঁদছে রাস্তায় বসে! একি! ছেলেকে ছুঁতে পারছিনা কেন? ওর চোখের জল মোছাতে পারছিনা যে! গাড়ির দিকে তাকিয়ে দেখি, আমার রক্তাক্ত দেহ গাড়ির সামনের কাঁচে বিদ্ধ হয়ে পড়ে আছে । গাড়িটাও দুমড়ে-মুচড়ে গেছে।
অনিল বুঝে গেছে তার বাবা তাকে ফেলে চলে গেছে চিরকালের জন্য...

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.