আঙুল আটকে আঙটিতে! ঘরোয়া অঙ্গুলিহেলনে করুন আঙটি উদ্ধার
আঙটি বদল করতে গিয়ে যেন আঙুল বদল করতে না হয়। না অনেক সময়ই হয়েই থাকে আঙুলের উপর আঙটি এমনভাবে আটকে রয়েছে, তাকে বার করতে হিমশিম খেয়ে যাচ্ছেন।
Updated By: Nov 18, 2015, 12:52 PM IST
![আঙুল আটকে আঙটিতে! ঘরোয়া অঙ্গুলিহেলনে করুন আঙটি উদ্ধার আঙুল আটকে আঙটিতে! ঘরোয়া অঙ্গুলিহেলনে করুন আঙটি উদ্ধার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/18/45275-ring18-11-15.jpg)
ওয়েব ডেস্ক: আঙটি বদল করতে গিয়ে যেন আঙুল বদল করতে না হয়। না অনেক সময়ই হয়েই থাকে আঙুলের উপর আঙটি এমনভাবে আটকে রয়েছে, তাকে বার করতে হিমশিম খেয়ে যাচ্ছেন।
তেল, সাবান জল সবই চেষ্টা করে দেখছেন, তাতে বিশেষ কোনও সুবিধা হচ্ছে না। তাহলে উপায়? চিকিত্সকের কাছে যাবেন! অসুবিধা নেই। তবে যাওয়ার আগে একটা ছোট টিপস চেষ্টা করে দেখতে পারেন। ভাগ্য ভাল থাকলে এই ঘরোয়া কৌশল কাজে লেগে যাতে পারে।
ভিডিও দেখুন