ZEE 24 Ghanta খবরের জের, ২৬ ঘণ্টা পর রাতারাতি রোগীকে ভর্তি করল SSKM
অবশেষে ২৪ ঘণ্টার প্রতিনিধি গোটা বিষয়টি তুলে ধরলে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের।
![ZEE 24 Ghanta খবরের জের, ২৬ ঘণ্টা পর রাতারাতি রোগীকে ভর্তি করল SSKM ZEE 24 Ghanta খবরের জের, ২৬ ঘণ্টা পর রাতারাতি রোগীকে ভর্তি করল SSKM](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/27/303586-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের রেফার রোগে নাকাল রোগী। ২৪ ঘণ্টা খবরের জেরে এসএসকেএমে ভর্তি হলেন রোগী। ZEE ২৪ ঘন্টায় খবর সম্প্রচারিত হওয়ার পরই টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের।
প্রায় ২৬ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর তড়িঘড়ি রোগীকে ভর্তি করা হয়।
রোগীর পরিবারের সদস্যরা বলছেন, সংবাদমাধ্যম না থাকলে তাঁদের ভর্তি হতেই পারত না রতনচন্দ্র শীল। ZEE ২৪ঘন্টা কে ধন্যবাদ জানিয়েছে পরিবারের সদস্যরা।
২২ জানুয়ারি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন শিলিগুড়ির বাসিন্দা রতনশীল চন্দ্র। ভর্তি হন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু পায়ের গুরুতর আঘাতের সঠিক চিকিৎসা মেলেনি সেখানে। অতঃপর তাঁকে রেফার করা হয় এসএসকেএম-এ। কিন্তু সেখানে ভর্তি নেওয়া হয়না। শুরু হয় টানাপোড়েন। রোগীকে নিয়ে যায় আরজি করে। সেখান থেকে নিয়ে যায় এনআরএসে। সেখানেও ফিরিয়ে দেওয়া হয় রোগীকে। তারপর আবার এসএসকেএম-এ রোগীকে নিয়ে আসেন রোগীর পরিবার। এরই মাঝে কেটে গিয়েছে ২৬ টা ঘণ্টা।
অবশেষে ২৪ ঘণ্টার প্রতিনিধি গোটা বিষয়টি তুলে ধরলে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। শেষপর্যন্ত আজ সকালে এসএসকেএমেই তাঁকে ভর্তি করা হয়।