বিশ্বকর্মা পুজোয় ঝামেলা! যুবককে চপার মেরে খুনের চেষ্টা রিজেন্ট পার্কে
হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এলাকারই আরেক যুবকের বিরুদ্ধে।
![বিশ্বকর্মা পুজোয় ঝামেলা! যুবককে চপার মেরে খুনের চেষ্টা রিজেন্ট পার্কে বিশ্বকর্মা পুজোয় ঝামেলা! যুবককে চপার মেরে খুনের চেষ্টা রিজেন্ট পার্কে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/20/276158-jkvjkvkj.jpg)
নিজস্ব প্রতিবেদন : এক যুবককে চপার মেরে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রিজেন্টপার্ক থানা এলাকার ইটখোলায়। চপার মারার ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুশান্ত দে নামে এক যুবক।
পরিবারের দাবি, সুশান্ত তখন গাড়ি নিয়ে ভাড়ায় যাচ্ছিল। সেইসময়ই খাটালের সামনে সুশান্তর গাড়ি আটকে তাকে চপার মারা হয়। রবিবার দুপুরে আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন সুশান্ত দে।
হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এলাকারই আরেক যুবক রাজের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। শেষ পাওয়া খবর অনুযায়ী অভিযুক্ত রাজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিস। পুলিস সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোর দিন দুটি দলের মধ্যে ঝামেলা হয়। সেই সূত্র ধরেই চপারের আঘাতে খুনের চেষ্টার ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
আরও পড়ুন, বাড়ির ভিতর গোপন সুড়ঙ্গে মজুত থাকত বোমা, ফোনে মিলল ২২ সদস্যের 'জঙ্গি নেটওয়ার্ক'!