এবার শীত দুর্লভ কলকাতায়
কিন্তু শীতের দেখা নেই। বরং ডিসেম্বরের ৫ তারিখেও বেশ গরম। আবহাওয়া দফতরের হিসেবে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। ২০১৪ সালে আজকের দিনে কলকাতার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির সামান্য বেশি। আজ ২১ ডিগ্রি। কনকনে ঠাণ্ডা দূরে থাক ভরা ডিসেম্বরে শিরশিরানি হিমের পাওয়া যাবে কী না তা নিয়েও আশঙ্কায় আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্চার দাপটে শীতও এবার ধনীর, এসির তাপমাত্রা কমিয়ে ঘরে ঠাণ্ডা না বাড়ালে শীত এবার দুর্লভ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে এখনই জাঁকিয়ে শীত না পড়লেও,কয়েকদিনের মধ্যেই তিনি আসতে পারেন শহরে।
![এবার শীত দুর্লভ কলকাতায় এবার শীত দুর্লভ কলকাতায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/05/46089-winter.jpg)
ওয়েব ডেস্ক: কিন্তু শীতের দেখা নেই। বরং ডিসেম্বরের ৫ তারিখেও বেশ গরম। আবহাওয়া দফতরের হিসেবে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। ২০১৪ সালে আজকের দিনে কলকাতার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির সামান্য বেশি। আজ ২১ ডিগ্রি। কনকনে ঠাণ্ডা দূরে থাক ভরা ডিসেম্বরে শিরশিরানি হিমের পাওয়া যাবে কী না তা নিয়েও আশঙ্কায় আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্চার দাপটে শীতও এবার ধনীর, এসির তাপমাত্রা কমিয়ে ঘরে ঠাণ্ডা না বাড়ালে শীত এবার দুর্লভ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে এখনই জাঁকিয়ে শীত না পড়লেও,কয়েকদিনের মধ্যেই তিনি আসতে পারেন শহরে।