এখন মমতা ব্যানার্জি কী ফোন ব্যবহার করেন? কত দাম?
হাওয়াই চটি, আর রবীন্দ্র রচনাবলী তাঁর জীবনের প্রথম দিনকার সঙ্গী। আজও মমতা ব্যানার্জি এই দুই 'বন্ধু'র সঙ্গে 'বিচ্ছেদ' করেননি। তবে দিন যত এগিয়েছে 'দিদি'র হাতে থাকা মোবাইল যন্ত্রটির 'পরিবর্তন' হয়েছে যুগের নিয়মেই। এখন মুখ্যমন্ত্রী কী মোবাইল ফোন ব্যবহার করেন? জানেন? আই ফোন। অ্যাপেলের কোম্পানির ফোন ব্যবহার করেন মমতা ব্যনার্জি। দাম কত এই মোবাইলটির? ভারতীয় মুদ্রায় এই মোবাইলের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। দেখে নিন ছবি।
![এখন মমতা ব্যানার্জি কী ফোন ব্যবহার করেন? কত দাম? এখন মমতা ব্যানার্জি কী ফোন ব্যবহার করেন? কত দাম?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/31/56548-1mamata.jpg)
ওয়েব ডেস্ক: হাওয়াই চটি, আর রবীন্দ্র রচনাবলী তাঁর জীবনের প্রথম দিনকার সঙ্গী। আজও মমতা ব্যানার্জি এই দুই 'বন্ধু'র সঙ্গে 'বিচ্ছেদ' করেননি। তবে দিন যত এগিয়েছে 'দিদি'র হাতে থাকা মোবাইল যন্ত্রটির 'পরিবর্তন' হয়েছে যুগের নিয়মেই। এখন মুখ্যমন্ত্রী কী মোবাইল ফোন ব্যবহার করেন? জানেন? আই ফোন। অ্যাপেলের কোম্পানির ফোন ব্যবহার করেন মমতা ব্যনার্জি। দাম কত এই মোবাইলটির? ভারতীয় মুদ্রায় এই মোবাইলের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। দেখে নিন ছবি।
('আই ফোনে চোখ' -এই ছবিটি মমতা ব্যানার্জির ফেসবুক পাতা থেকে সংগ্রহ করা হয়েছে)