West Bengal Election 2021: TMC-র অভিযোগ, Suvendu-র 'গরমিলে' তদন্তে Election Commission
দু'জায়গার ভোটার তালিকায় শুভেন্দুর (Suvendu Adhikari) নাম রয়েছে বলে কমিশনে অভিযোগ করেছে তৃণমূল (TMC)।
![West Bengal Election 2021: TMC-র অভিযোগ, Suvendu-র 'গরমিলে' তদন্তে Election Commission West Bengal Election 2021: TMC-র অভিযোগ, Suvendu-র 'গরমিলে' তদন্তে Election Commission](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/17/311743-suvendu2.jpg)
নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার তাঁর বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগে কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামল নির্বাচন কমিশন (Election Commission)। জেলাশাসক ও রিটার্নিং অফিসারের কাছে চাওয়া হল রিপোর্ট।
কমিশনে তৃণমূল অভিযোগ করেছে, হলদিয়া থেকে নন্দীগ্রামের ভোটার হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে তাঁর নাম এখনও হলদিয়ার ভোটার তালিকায় রয়ে গিয়েছে। শুভেন্দু ঘোষণা করেছেন, নন্দীগ্রামে ভোটার তালিকায় পার্ট নম্বর ৭৬, সিরিয়াল নম্বর ৬৬৯-এ নাম রয়েছে তাঁর। এখনও হলদিয়ার ভোটার তালিকায় সিরিয়াল নম্বর ৩০৫-এও নাম রয়েছে। কিন্তু, একই ব্যক্তি দুই জায়গার ভোটার হতে পারেন না। অভিযোগ, নন্দীগ্রামের ভোটার হওয়ার জন্যেও মিথ্যার আশ্রয় নিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। বিজেপি নেতা আবেদনপত্রে স্থায়ী ঠিকানায় লিখেছেন, নন্দীগ্রামের নন্দনায়েকবাড় গ্রামের মৃণাল বেরার বাড়ি। কিন্তু নিয়ম বলছে, অন্তত ৬ মাস থাকতে হয়। এ দিকে ব্লক লেভেল অফিসার রিপোর্ট দিয়েছেন, ওই এলাকায় তাঁকে কোনওদিন দেখা যায়নি।
তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল নির্বাচন কমিশন। দু'জায়গায় তাঁর নাম আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলাশাসক ও রিটার্নিং অফিসারের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। দু'জায়গায় নাম থাকলে কার গাফিলতি, তা খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন- West Bengal Election 2021: হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না TMC প্রার্থী Lovely-র স্বামী, জানাল কমিশন