West Bengal Election 2021: সপুত্র প্রার্থী Mukul; তালিকায় Rahul, Samik, Raju ও Sabyasachi
মুকুল ছাড়াও প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সিনিয়র নেতারাও।
![West Bengal Election 2021: সপুত্র প্রার্থী Mukul; তালিকায় Rahul, Samik, Raju ও Sabyasachi West Bengal Election 2021: সপুত্র প্রার্থী Mukul; তালিকায় Rahul, Samik, Raju ও Sabyasachi](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/18/311860-mukul.jpg)
নিজস্ব প্রতিবেদন: Zee ২৪ ঘণ্টা আগেই জানিয়েছিল। সেই খবরেই শিলমোহর পড়ল বৃহস্পতিবার বিজেপির প্রার্থীতালিকা (BJP Candidates List) ঘোষণায়। একুশের ভোটে মুকুল রায়কে (Mukul Roy) প্রার্থী করল গেরুয়া শিবির। টিকিট পেয়েছেন তাঁরা ছেলে শুভ্রাংশু (Subhranshu Roy)। কৃষ্ণনগর উত্তরে প্রার্থী হলেন মকুল রায়। বীজপুরে তাঁর ছেলে।
২০০১ সালে জগদ্দলে তৃণমূলের প্রার্থী হয়ে হেরেছিলেন মুকুল রায় (Mukul Roy)। তার ২০ বছর বাদে কৃষ্ণনগর উত্তরে ফের ভোটের ময়দানে নামবেন তিনি। ওই কেন্দ্রে তাঁর বিরোধী তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)।
মুকুল ছাড়াও প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সিনিয়র নেতারাও। হাবরায় প্রার্থী রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha)। শমীক ভট্টাচার্য প্রার্থী হয়েছেন গোপালপুর-রাজারহাটে। কামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়। মীনাদেবী পুরোহিত জোড়াসাঁকোয়। শান্তিপুরে প্রার্থী হয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বিধাননগরে প্রার্থী সব্যসাচী দত্ত।