West Bengal assembly election results 2021: একুশের ভোটে তারকা প্রার্থীরা, কে এগিয়ে? কে পিছিয়ে?

ইতিমধ্যেই বেশ কয়েক রাউন্ডের গণনা শেষ।

Updated By: May 2, 2021, 01:51 PM IST
West Bengal assembly election results 2021: একুশের ভোটে তারকা প্রার্থীরা, কে এগিয়ে? কে পিছিয়ে?

নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিক নাকি আসল পরিবর্তন? গোটা দেশের নজর বাংলার বিধানসভা ভোটে। টানটান উত্তেজনার মধ্যে সকাল থেকে চলছে ভোট গণনা। এবার ভোটের ময়দানে একাধিক তারকা প্রার্থী। কেউ তৃণমূলের হয়ে লড়ছেন, তো কেউ বিজেপির। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাউন্ডের গণনা শেষ। দুই শিবিরের তারকা প্রার্থীদের মধ্যে কারা এগিয়ে? কারাই বা পিছিয়ে পড়লেন? দেখে নিন একনজরে।

গতবার তৃণমূলের টিকিটে জিতেছিলেন। একুশের ভোটের আগে গেরুয়াশিবিরে নাম লেখান উত্তরপাড়ায় বিদায়ী বিধায়ক প্রবীর ঘোষাল। দলবদলের পর ফের নিজের পুরানো কেন্দ্র থেকেই টিকিট পেয়েছেন তিনি। উত্তরপাড়ায় এবার তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। প্রথম কয়েক রাউন্ড গণনার পর এগিয়ে ছিলেন তিনি। তবে এখন পিছিয়ে পড়েছেন।

রুপোলি পর্দা থেকে জনতার দরবারে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। বিপক্ষে বিজেপির মুকুল রায়। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে কৌশানী পিছিয়ে।  সোনারপুর দক্ষিণ কেন্দ্রে অবশ্য এগিয়ে শাসকদলের আর এক তারকা প্রার্থী লাভলি মৈত্র।

আরও পড়ুন: 'সময় গড়ালে এগিয়ে যাব', নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী Mamata

আসানসোল দক্ষিণে প্রচারে ঝড় তুলেছিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ইভিএমে লড়াইও চলছে হাড্ডাহাড্ডি। প্রথম কয়েক রাউন্ডে পিছিয়ে থাকলেও, এখন এগিয়ে গিয়েছেন সায়নী। মেদিনীপুরে জুন মালিয়া ও ব্যারাকপুরে আসনে রাজ চক্রবর্তীও এগিয়ে। নন্দীগ্রামের পাশের কেন্দ্র চণ্ডীপুরে অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল। এগিয়ে তিনিও। 

আরও পড়ুন: ভোট প্রবণতায় সরকার গড়ার অঙ্ক পার করে ফেলল TMC, একশোর নীচে BJP

বেহালা পূর্ব ও পশ্চিমে গেরুয়াশিবিরে ভরসা দুই তারকা মুখ। পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ ভালো ব্যবধানেই পিছিয়ে শ্রাবন্তী। তবে, বেহালা পূর্বে হাড্ডাহাড্ডি লড়়াই চলছে। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের থেকে সামান্য ভোটের ব্যবধানে পিছিয়ে বিজেপি প্রার্থী পায়েল সরকার।

.