WB Assembly Election 2021: আক্রান্ত Payel-এর প্রচার আধিকারিক; এই জন্যই মানুষ বদল চান, তোপ BJP প্রার্থীর
সংবাদমাধ্যমে পায়েল বলেন, ওঁর বাড়ির সামনেই ওই ঘটনা ঘটেছে। একজন ওঁকে পেছন থেকে আক্রমণ করে
![WB Assembly Election 2021: আক্রান্ত Payel-এর প্রচার আধিকারিক; এই জন্যই মানুষ বদল চান, তোপ BJP প্রার্থীর WB Assembly Election 2021: আক্রান্ত Payel-এর প্রচার আধিকারিক; এই জন্যই মানুষ বদল চান, তোপ BJP প্রার্থীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/26/313149-05.jpg)
নিজস্ব প্রতিবেদন: বাড়ি ফেরার পথে আক্রান্ত বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকারের প্রচার আধিকারিক। রড দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন-২৪ ঘণ্টায় নিজের রেকর্ড নিজেই ভাঙছে Corona, দিনে সংক্রমণ ৬০ হাজার ছুঁই ছুঁই
বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন পায়েলের নির্বাচনী আধিকারিক রানা প্রতাপ রাম। সে সময় পেছন থেকে তাঁর উপরে হামলা করা হয়। এনিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পায়েল সরকার(Payel Sarkar)। তাঁর দাবি, এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আমি বিজেপি(BJP) প্রার্থী তাই আক্রান্ত হতে হল রানা প্রতাপকে।
আরও পড়ুন-শনিবার প্রথম দফায় ৩০ কেন্দ্রের কোথায় কোন দলের কে প্রার্থী? দেখে নিন বিস্তারিত
সংবাদমাধ্যমে পায়েল বলেন, ওঁর বাড়ির সামনেই ওই ঘটনা ঘটেছে। একজন ওঁকে পেছন থেকে আক্রমণ করে। মার খেয়ে ও রাস্তায় পড়ে যায়। হামলাকারী পালিয়ে যায়। অন্ধকার থাকায় কাউকে উনি দেখতে পাননি। বাংলায় হিংসার রাজনীতি চলছে। তবে এই ঘটনা একটা জিনিস প্রমাণ করে আমরা ঠিক পথে এগোচ্ছি। তাই এই বাধা এসেছে। আমার এজেন্টের সঙ্গে যদি এরকম হয় তাহলে রাজ্যের লাখ লাখ মানুষ রোজ কী অবস্থার মুখোমুখি হচ্ছে? এখন সেটা বুঝতে পারছি। মানুষ যে পরিবর্তন চাইছেন তা এমনি এমনি নয়, এই জন্যই বদল চাইছেন সাধারণ মানুষ।