WB assembly election 2021 : মঞ্চ ভাঙচুর, কর্মীদের মারধর, পূর্ব যাদবপুর থানা ঘেরাও করে পাল্টা বিক্ষোভে BJP
থানার সামনেই মাঝ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ BJP কর্মীদের।
![WB assembly election 2021 : মঞ্চ ভাঙচুর, কর্মীদের মারধর, পূর্ব যাদবপুর থানা ঘেরাও করে পাল্টা বিক্ষোভে BJP WB assembly election 2021 : মঞ্চ ভাঙচুর, কর্মীদের মারধর, পূর্ব যাদবপুর থানা ঘেরাও করে পাল্টা বিক্ষোভে BJP](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/21/312420-4bf0733f-40db-4ea6-b592-5c1dafb8b584.jpg)
নিজস্ব প্রতিবেদন : রবিবাসরীয় ভোটপ্রচার ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব যাদবপুর থানার ২ নম্বর মুকুন্দপুর এলাকায়। বিজেপির মঞ্চ ভাঙচুর করে দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। এমনকি বিজেপি কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে রবিবার দুপুরে উত্তাল হয়ে উঠল পূর্ব যাদবপুরের ২ নম্বর মুকুন্দপুর এলাকা।
গন্ডগোলের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী রিঙ্কু নস্কর। হামলার ঘটনায় বিজেপি কর্মীরা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রিঙ্কু নস্করও। এই ঘটনার পরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। প্রতিবাদে পূর্ব যাদবপুর থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। থানার সামনেই মাঝ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। এর জেরে একদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। সবমিলিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
আরও পড়ুন, 'পদত্যাগ করিনি, যা করার করে নিক', শাহী সভায় যোগ দিয়েই তৃণমূলকে চ্যালেঞ্জ শিশিরের