চলে গেলেন বর্ষীয়ান সিপিআই নেতা প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত
বৃহস্পতিবার সকালে চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
![চলে গেলেন বর্ষীয়ান সিপিআই নেতা প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত চলে গেলেন বর্ষীয়ান সিপিআই নেতা প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/10/31/216106-gurudas-dasgupta.jpg)
মৌমিতা চক্রবর্তী: প্রয়াত হলেন বর্ষীয়ান বামপন্থী নেতা, সিপিআই-এর প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
দীর্ঘদিন ধরেই হার্ট, কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। গত অগাস্ট মাসে বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন চিকিত্সাও চলে তাঁর। আজ সকাল ৬টা নাগাদ সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।
৩ নভেম্বর, ১৯৩৬ সালে অভিভক্ত বাংলার (বর্তমানে বাংলাদেশের) বরিশালে জন্মগ্রহণ করেন গুরুদাস দাশগুপ্ত। ১৯৮৫ সালে প্রথমবারের জন্য রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট পাঁচ বার সাংসদ নির্বাচিত হন তিনি। ২০০১ সালে সিপিআই-এর শ্রমিক সংগঠন এআইটিইউসির সাধারণ সম্পাদক নির্বাচিত হন গুরুদাস দাশগুপ্ত।
ঘটনাচক্রে আজই শতবর্ষে পা দিল সিপিআই-এর শ্রমিক সংগঠন এআইটিইউসি। ১৯২০ সালের ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এমন দিনেই চলে গেলেন গুরুদাস দাশগুপ্ত। আজ তাঁর মরদেহ পার্কসাকাসের পিসওয়ার্লড-এ রাখা হবে। আগামী কাল ডি রাজা-সহ দিল্লির সমস্ত বামপন্থী নেতারা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন।