বেহালায় শূন্যে দু-রাউন্ড গুলি, অ্যাম্বুলেন্স ভাঙচুর দুষ্কৃতীদের
দুষ্কৃতীদের বিরুদ্ধে বেহালা থানা লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিস।
![বেহালায় শূন্যে দু-রাউন্ড গুলি, অ্যাম্বুলেন্স ভাঙচুর দুষ্কৃতীদের বেহালায় শূন্যে দু-রাউন্ড গুলি, অ্যাম্বুলেন্স ভাঙচুর দুষ্কৃতীদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/13/325978-capture.jpg)
নিজস্ব প্রতিবেদন: বেহালা থানার অন্তর্গত ১২১ নম্বর ওয়ার্ডের জয়শ্রী পার্কের মন্ডলপাড়াতে গতকাল রাতে চলে দু-রাউন্ড গুলি। স্থানীয় সুত্রে জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ ভাস্কর সেন নামে এক ব্যক্তি দলবল নিয়ে স্থানীয় একটি বাড়ির সামনে আসেন। স্থানীয় বাসিন্দাদের কথায়,'ভাস্কর সেন এলাকার গুণ্ডা'।
তারা এসে বাড়ির দরজায় ধাক্কা দেন ও বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন। এরপর শূন্যে দুই রাউন্ড গুলি চালায় তাঁরা। এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা শুভজিৎ দাস।
গুলি চলার শব্দ পেয়ে এলাকাবাসীরা বাইরে বেরিয়ে আসলে তখনই দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেন।
বেহালা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিস বাহিনী। দুষ্কৃতীদের বিরুদ্ধে বেহালা থানা লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিস।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)