Bus Meeting: মারণগতিতে চালাচ্ছেন বাস? ওভারটেক করছেন? সাবধান, আপনি কিন্তু অ্যাপের নজরে...
Bus Meeting: শহরে ১০টি রুটে আপাতত পরীক্ষামূলকভাবে যাত্রীসাথী অ্য়াপ চালু করতে চায় পরিবহণ দফতর। সরকারি বাস তো বটেই, অ্যাপসের মধ্যে ট্রাকিংয়ের আওতায় থাকবেন বেসরকারি বাস, এমনকী মিনিবাসের চালকরাও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম্য। একের পর এক দুর্ঘটনা! বাস চালকদের এবার নজরবন্দি করার সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর। কীভাবে? চালু হচ্ছে যাত্রীসাথী অ্য়াপ। বাস মালিকদের বক্তব্য়, অ্যাপ চালু করতে গেলে স্মার্ট ফোন প্রয়োজন। কিন্তু সব চালকদের পক্ষে স্মার্টফোন কেনা সম্ভব নয়। সেক্ষেত্রে রাজ্য সরকার যদি স্মার্টফোনের ব্যবস্থা করে দেয়,তাহলে উপকৃত হবেন অনেকেই।
আরও পড়ুন:Kolkata Bus: ফিটনেস দেখেই সিদ্ধান্ত হোক! ১৫ বছরের পুরোনো বাস বাতিল মামলায়...
পাইলট প্রোজেক্ট। শহরে ১০টি রুটে আপাতত পরীক্ষামূলকভাবে যাত্রীসাথী অ্য়াপ চালু করতে চায় পরিবহণ দফতর। সরকারি বাস তো বটেই, অ্যাপসের মধ্যে ট্রাকিংয়ের আওতায় থাকবেন বেসরকারি বাস, এমনকী মিনিবাসের চালকরাও। যে ১০ রুটে অ্যাপ চালু করা হবে, সেই রুটগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পরিবহণ দফতরের অতিরিক্ত ডিরেক্টর অনুকুল সরকার। সঙ্গে ছিলেন দফতরের পদস্থ আধিকারিকরাও। কবে? আজ, শুক্রবার। ঘণ্টা দেড়েকে বৈঠকে অ্যাপ নিয়েই আলোচনা হয় বলেই খবর।
দুর্ঘটনা রুখতে যাত্রীসাথী অ্য়াপ
----
সরকারি, বেসরকারি ও মিনিবাসে নজরদারি
কত গতিতে বাস চলছে, অ্যাপের মাধ্যমে তা জানা যাবে
জানা যাবে, নির্দিষ্ট রুটে সরকারি বেসকারি বা মিনিবাসগুলি দূরত্বও
এদিকে বাস-বৈঠকের দিনেই জোড়া দুর্ঘটনা ঘটল শহরে। বড়বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেল মিনিবাস। বাসের চাকার পিষ্ট হয়ে প্রাণ গেল এক মহিলা। আহত ৩। লেকটাউনের ঘড়ি মোড়ে স্কুটারচালককে ধাক্কা মারল বেপরোয়া বাস। বরাতজোরে রক্ষা পেলেন চালক।
আরও পড়ুন: Shantanu Sen: তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু- আরাবুল!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)