রাতের কলকাতায় ফের দুর্ঘটনা, স্ট্র্যান্ড রোডে নিয়ন্ত্রণ হারাল মাল বোঝাই লরি!
রাতের রাজপথে ফের দুর্ঘটনা। এখন আবার বর্ষাকাল। তাই রাস্তা থাকছে পিচ্ছিল। তার উপর রাত বলে, রাস্তাও শুনশান বাদল রাতে। আর এরই মধ্যে বাড়ছে সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে কলকাতার স্ট্র্যান্ড রোডে নিয়ন্ত্রণ হারাল মাল বোঝাই লরি। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সোজা ধাক্কা মারে কাছের চক্ররেলের দেওয়ালে। অত জোরে লরির ধাক্কায় ভেঙে গিয়েছে চক্ররেলের পাঁচিলের একাংশ।
![রাতের কলকাতায় ফের দুর্ঘটনা, স্ট্র্যান্ড রোডে নিয়ন্ত্রণ হারাল মাল বোঝাই লরি! রাতের কলকাতায় ফের দুর্ঘটনা, স্ট্র্যান্ড রোডে নিয়ন্ত্রণ হারাল মাল বোঝাই লরি!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/22/61332-lari22-7-16.jpg)
ওয়েব ডেস্ক: রাতের রাজপথে ফের দুর্ঘটনা। এখন আবার বর্ষাকাল। তাই রাস্তা থাকছে পিচ্ছিল। তার উপর রাত বলে, রাস্তাও শুনশান বাদল রাতে। আর এরই মধ্যে বাড়ছে সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে কলকাতার স্ট্র্যান্ড রোডে নিয়ন্ত্রণ হারাল মাল বোঝাই লরি। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সোজা ধাক্কা মারে কাছের চক্ররেলের দেওয়ালে। অত জোরে লরির ধাক্কায় ভেঙে গিয়েছে চক্ররেলের পাঁচিলের একাংশ।
আরও পড়ুন শুধুই পলিটিক্যাল? না না!!! ২১-এর মুডে রইল আরও অনেক কিছু
জখম লরি চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মারাত্মক জখম। তবে, রাস্তায় গাড়িটি যখন ধাক্কা মারে, তখন সেখানে ছিলেন এক যুহক। আহত হন তিনিও। তাঁরও অবস্থা গুরুতর।
আরও পড়ুন জানেন ফেসবুকে আজ কী পোস্ট করলেন মমতা?