১২ দিনের লড়াই শেষ! মৃত্যু করোনা আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের
কাউন্সিলরের স্ত্রী ও পুত্রও করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি।
![১২ দিনের লড়াই শেষ! মৃত্যু করোনা আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের ১২ দিনের লড়াই শেষ! মৃত্যু করোনা আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/05/266522-corona-tmc.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনায় মৃত্যু হল বিধাননগর কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোস। বাগুইআটি এলাকার এই কাউন্সিলর বেশ কয়েকদিন ধরেই করোনা উপসর্গ নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।
বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ করোনা লড়াই শেষ হয় ওই কাউন্সিলরের। কাউন্সিলরের স্ত্রী ও পুত্রও করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: 'আজকে ছুটি দিয়ে ভালোই করেছেন, ৫ অগাস্ট জাতীয় ছুটি ঘোষণা করা হোক' , দিলীপ ঘোষ
রাজ্যে এ পর্যন্ত কোভিড আক্রান্ত মোট ১৭৮৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, তার মধ্যে কো-মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ১৫৫৯ জনের (৮৭.৩)। কো-মর্বিডিটির বৃত্তের বাইরে ছিলেন ২২৬ জন (১২.৭)।