সিন্ডিকেটের বকেয়া নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
আবারও সিন্ডিকেটের বকেয়া হিসেব নিয়ে গণ্ডগোল। আর তাতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আক্রান্ত হলেন নিউটাউন যাত্রাগাছির জ্যাংরা হাতিয়ারার পঞ্চায়েত সদস্য প্রহ্লাদ মণ্ডল। গতকাল রাতে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনায় চারজনকে আটক করেছে নিউটাউন থানার পুলিস।বৃহস্পতিবার রাত প্রায় দশটা। হঠাতই বাড়ির বাইরে হট্টগোল শুনতে পান জ্যাংরা হাতিয়ারার পঞ্চায়েত সদস্য প্রহ্লাদ মণ্ডল। বেরিয়ে এসে দেখেন দলেরই কয়েকজন সদস্য তাঁকে উদ্দেশ করে গালিগালাজ করছেন। প্রতিবাদ করেন প্রহ্লাদ মণ্ডল। আর তারপরই...
কিন্তু কেন তাঁর ওপর এই আক্রমণ? ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। অভিযোগ বৃহস্পতিবার সকালেই সিন্ডিকেটের বকেয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়েছিল। আহত প্রহ্লাদ মণ্ডলের বক্তব্য, সেই বচসার জেরেই এই হামলা। আহতদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তে নেমে চারজনকে আটক করেছে পুলিস।